আইপিএল নিলামের ভেন্যু বদল।
এতদিন বেঙ্গালুরুতেই আইপিএল-এর নিলাম হয়েছে। প্রথা ভেঙে ২০২০ নিলাম গতবারগুলির মতো বড়মাপের হবে না। আগামী বছর আইপিএল-এর সব ফ্র্যাঞ্চাইজিগুলিকে ভেঙে দেওয়া হবে। ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজিগুলির পুনর্গঠনের পরে ফের মেগা নিলাম হবে।
নিলামের আগে ক্রিকেটার কেনাবেচার জন্য উইন্ডো খোলা থাকবে ১৪ নভেম্বর পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিগুলির দল গঠনে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৫ কোটি টাকা। তবে গত মরসুমের নিলাম থেকে ভারসাম্য রাখার জন্য অতিরিক্ত ৩ কোটি টাকা খরচে বাধা নেই ফ্র্যাঞ্চাইজিগুলির।
আরও পড়ুন- প্রত্যাবর্তন কি ঘটছে অশ্বিন-ঋদ্ধির? দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালসের কাছে এখন সবচেয়ে বেশি টাকা জমা রয়েছে। ৮.২ কোটি টাকা নিয়ে তারা নিলামে নামতে পারবে। তাদের ঠিক পরেই রয়েছে রাজস্থান রয়্যালস (৭.১৫ কোটি) ও কেকেআর (৬.০৫ কোটি)। সব চেয়ে কম টাকা জমা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (১.৮ কোটি) কাছে।
আরও পড়ুন- ইডেনের ফর্ম যেন প্রশাসক হিসেবে দেখাতে পারি, বললেন আজহার