IPL 20220

জিততেই হবে অন্তত ২টি ম্যাচ, দেখে নিন কিংসদের বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য একাদশ

আইপিএলের প্লে-অফে কি দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সকে? প্লে-অফের দৌ়ড়ে যেতে হলে কেকেআরের হাতে বাকি আর মাত্র ৩টি ম্যাচ। তার মধ্যে অন্তত ২টি ম্যাচ জিততেই হবে। তবে সোমবার শারজায় মর্গ্যান-কার্তিকদের লড়াই তেমন সহজ নয়। চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের টিম বেশ চমক জাগিয়েছে। তা ছাড়া, এ দিনের ম্যাচ তাদের কাছে মরণবাঁচণের লড়াই। ফলে মরিয়া কামড় দিতে মুখিয়ে থাকবেন কিংসরা। শেষ ম্যাচে দুর্দান্ত জয়ের পর অবশ্যই ছন্দে রয়েছে কেকেআর। প্লে-অফের দৌড়ে যেতে তাদের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৪:০৬
Share:
০১ ১২

আইপিএলের প্লে-অফে কি দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সকে? প্লে-অফের দৌ়ড়ে যেতে হলে কেকেআরের হাতে বাকি আর মাত্র ৩টি ম্যাচ। তার মধ্যে অন্তত ২টি ম্যাচ জিততেই হবে। তবে সোমবার শারজায় মর্গ্যান-কার্তিকদের লড়াই তেমন সহজ নয়। চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের টিম বেশ চমক জাগিয়েছে। তা ছাড়া, এ দিনের ম্যাচ তাদের কাছে মরণবাঁচণের লড়াই। ফলে মরিয়া কামড় দিতে মুখিয়ে থাকবেন কিংসরা। শেষ ম্যাচে দুর্দান্ত জয়ের পর অবশ্যই ছন্দে রয়েছে কেকেআর। প্লে-অফের দৌড়ে যেতে তাদের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন?

০২ ১২

শুভমন গিল: ভবিষ্যতের তারকা হিসেবে আলোচনায় উঠে এলেও চলতি আইপিএলে সেই সুনামের ধারেকাছে যেতে পারেননি শুভমন। তা সত্ত্বেও কে এল রাহুলদের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে পঞ্জাবের এই ২০ বছর বয়সি ওপেনারকে। কেন? নিজের দিনে যে কোনও পাশা উল্টে দিতে পারেন শুভমন। এমনটাই মনে করে টিম ম্যানেজমেন্ট। চলতি আইপিএলে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৭০। কিংসদের বিরুদ্ধে কি জ্বলে উঠবেন শুভমন?

Advertisement
০৩ ১২

নীতীশ রানা: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৫৩ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন নীতীশ রানা। মূলত তাঁর এবং সুনীল নারাইনের ব্যাটের জোরেই ওই ম্যাচে ১৯৫ রানের টার্গেট রাখতে পেরেছিল কেকেআর। ফলে এ দিনের ম্যাচে ফের ওপেনিং স্লটে নীতীশের নামাটা প্রায় নিশ্চিত বলা যেতেই পারে।

০৪ ১২

রাহুল ত্রিপাঠী: ঘরোয়া ক্রিকেট হার্ড-হিটার বলে পরিচিত হলেও চলতি আইপিএলের ৮ ম্যাচে মাত্র ১৮১ রান এসেছে রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে। তবে এ দিন প্রথম একাদশে ফের সুযোগ পেতে পারেন রাহুল। কেকেআর-ভক্তদের প্রার্থনা সফল হলে বড়সড় রানও করে ফেলতে পারেন তিনি।

০৫ ১২

দীনেশ কার্তিক: টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্ব হারিয়েছেন দীনেশ কার্তিক। অইন মর্গ্যানের হাতে কেকেআরের ব্যাটন তুলে দিলেও দিল্লির ম্যাচ ছাড়া দুর্দান্ত ছন্দে দেখা যায়নি কেকেআরকে। তবে মিডল অর্ডারে এক প্রান্ত ধরে রাখার জন্য এ দিনের একাদশে দীনেশকে রাখতেই পারে কেকেআর ম্যানেজমেন্ট।

০৬ ১২

সুনীল নারাইন: বল হাতে সুনীল নারাইনের ভেল্কিতে অতীতে বহু ম্যাচ বার করেছে কেকেআর। তবে দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে ব্যাট হাতে চমক দিয়েছেন সুনীল। ৩২ বলে ৬৪ রানের মূল্যবান ইনিংস খেলে টিমকে টেনে নিয়ে গিয়েছেন প্রায় ২০০ রানের কাছাকাছি। এ দিনও কিংসদের বিরুদ্ধে সে রকম চমক দেখতে চাইবেন কেকেআর-ভক্তরা।

০৭ ১২

অইন মর্গ্যান: দীনেশ কার্তিককে সরিয়ে কেকেআরের ক্যাপ্টেন্সি হাতে পেয়েই ভেল্কি দেখাতে পারেননি অইন মর্গ্যান। তবে ধীরে হলেও টিমকে ছন্দে নিয়ে যেতে তাঁর উপরেই ভরসা রেখেছেন টিম ম্যানেজমেন্ট। এ দিন তাঁর ক্যাপ্টেন্সির পাশাপাশি মর্গ্যান ব্যাটের দিকেও তাকিয়ে থাকবেন ফ্যানেরা।

০৮ ১২

প্যাট কামিন্স: চলতি আইপিএলের ১১ ম্যাচে প্যাট কামিন্সের সংগ্রহ মাত্র ৪ উইকেট। তবে বল হাতে ব্যর্থ হলেও ব্যাট চালিয়ে অপরাজিত ৫৩ রানের ইনিংসও খেলে ফেলেছেন টুর্নামেন্টে। কিংসদের বিরুদ্ধে অবশ্য ব্যাটে-বলে বড়সড় কিছু করার জন্য মুখিয়ে থাকবেন প্যাট কামিন্স।

০৯ ১২

লকি ফার্গুসন: চলতি আইপিএলে দেরিতে সুযোগ পেলেও তা ভরপুর কাজে লাগিয়েছেন নিউজিল্যান্ডের এই দীর্ঘদেহী পেসার। বল হাতে নামতেই কামাল করেছেন। ৩ ম্যাচে ৫ উইকেট নিলেও লকি ফার্গুসন যে টিমের জন্য বাকি ম্যাচগুলিতেও নির্ভরযোগ্য, তা বুঝিয়ে দিয়েছেন।

১০ ১২

কমলেশ নগরকোটি: এই টুর্নামেন্টে খেলেছেন ৭ ম্যাচে। ৪ উইকেট নিয়েছেন কমলেশ নগরকোটি। দিল্লির বিরুদ্ধে ২ ওভার বল করে ১১ রান দিলেও এ দিনের প্রথম একাদশে ফের দেখা যেতে পারে তাঁকে।

১১ ১২

প্রসিদ্ধ কৃষ্ণ: কমলেশ নগরকোটির মতোই দিল্লির বিরুদ্ধে বিশেষ ছাপ ফেলতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ। ২ ওভারে ১৯ রান দিয়ে উইকেটহীন ভাবে মাঠ ছেড়েছেন। তবে ডেথ ওভারে মর্গ্যানের ভরসা হয়ে উঠতে পারেন তিনি।

১২ ১২

বরুণ চক্রবর্তী: কেকেআরের গত ম্যাচে দিল্লিকে একার হাতেই শেষ করেছিলেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারের হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিংসদের বিরুদ্ধে কি ফের ম্যান অব দ্য ম্যাচের তকমা পাবেন বরুণ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement