IPL 2021

কে হবেন দিল্লির অধিনায়ক? শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পর নাম ঘুরছে অনেকেরই

এ বারের আইপিএল-এ দিল্লি দলকে নেতৃত্ব দেবেন কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৩:৩৫
Share:

এই ছবি এ বার আর দেখা যাবে না। —ফাইল চিত্র

দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক পার্থ জিন্দল বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন পুরো আইপিএল থেকেই বাদ শ্রেয়স আইয়ার। বাঁ কাঁধে চোটের কারণে ছিটকে গেলেন তিনি। প্রশ্ন উঠছে তা হলে এ বারের আইপিএল-এ দিল্লি দলকে নেতৃত্ব দেবেন কে?

Advertisement

নাম উঠে আসছে বেশ কিছু ক্রিকেটারের। কিছু দিন আগে দিল্লি অধিনায়ক হিসেবে শ্রেয়সের নাম ঘোষণা করার সময় সহ-অধিনায়ক হিসেবে জানিয়েছিল ঋষভ পন্থের নাম। তবে কি তাঁর হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেবে দিল্লি?

এ বারের নিলামে স্টিভ স্মিথকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিট্যালস। দীর্ঘ দিন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অতীতে আইপিএল-এও একাধিক দলকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। অভিজ্ঞ ক্রিকেটারকেও বেছে নেওয়া যেতে পারে অধিনায়ক হিসেবে।

Advertisement

দিল্লি দলে রয়েছেন অজিঙ্ক রাহানেও। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়ে সাফল্য পেয়েছেন তিনি। ভেবে দেখা যেতে পারে তাঁর কথাও। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দিল্লি দলে। ২০১৮ এবং ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব (এখন পঞ্জাব কিংস) দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজেও সাফল্য পেয়েছেন বল হাতে। তাঁর আত্মবিশ্বাস কাজে লাগাতে নেতৃত্বর দায়িত্ব দেওয়া যেতে পারে তাঁকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement