দলের বোলারদের উন্নতি চান ডেভিড ওয়ার্নার ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হারার পর সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার দলের একটি বিশেষ দুর্বলতা খুঁজে পেয়েছেন। সেটা হল প্রতি ওভারের প্রথম বল। দলের বোলারদের ওভারের প্রথম বল করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন ওয়ার্নার। তিনি বলেন, ‘‘আমরা বেশিরভাগ ওভারেই প্রথম বলে ভুল করে ফেলেছি। ইনিংসের শেষ দিকেও আমরা অনেক রান দিয়ে ফেলেছি।’’
তবে জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডের ইনিংসের প্রশংসা করেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। তৃতীয় উইকেটে দুজনে মিলে ৯২ রানের জুটি তৈরি করেন। ৪৪ বলে ৬১ রান করেন মণীশ। বেয়ারস্টো করেন ৪০ বলে ৫৫ রান। তবে ওয়ার্নার আরও বলেন, ‘‘আমরা শুরুর দিকে অনেক উইকেট হারিয়ে ফেলেছিলাম। তবে জনি ও মণীশ আমাদের ভাল জায়গায় পৌঁছে দেয়। আমাদের কাছে সেই কারণেই ম্যাচটা জেতার একটা সুযোগও এসে গিয়েছিল।’’
হারের জন্য শিশিরকেই কাঠগড়ায় তুলছেন হায়দরাবাদ অধিনায়ক। তার পাশাপাশি এই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারার জন্য নাইটদের কৃতিত্বও দেন ওয়ার্নার। তিনি বলেন, ‘‘শিশির ম্যাচে একটা বড় প্রভাব ফেলেছে। বোলাররা ওভার পিচ বল করলে তা মারা সহজ হচ্ছিল। তবে ক্রস সিম বল করলে বল থেমে আসছিল। ফলে মারতে সমস্যা হচ্ছিল। ওরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। চেন্নাইতে আমাদের আরও চারটি খেলা রয়েছে। আশা করব দ্রুত এই মাঠে আমরা জয়ে ফিরতে পারব।’’