Mahendra Singh Dhoni

IPL 2021: আরও এক মরসুম হলুদ জার্সিতেই খেলুন ধোনি, চান সহবাগ

দু’বছর আইপিএল খেলতে পারেনি চেন্নাই। তার পরেও রেকর্ড বজায় রেখেছেন ধোনিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৭:০৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র

বয়স ৪০ ছুঁয়েছে। চেন্নাই সুপার কিংসকে ফের আইপিএল চ্যাম্পিয়ন করানো মহেন্দ্র সিংহ ধোনির অন্তত আরও এক বছর আইপিএল খেলা উচিত বলে মনে করেন বীরেন্দ্র সহবাগ। গত বছরের ব্যর্থতার রেশ কাটিয়ে ফের চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই সুপার কিংস অধিনায়কের কীর্তিতে মুগ্ধ ভারতের প্রাক্তন ওপেনার।


চেন্নাই দল ও ধোনির প্রশংসা করে তিনি বলেন, ‘‘মনে হয় না ভারতের কোনও দল ধোনির দলের রেকর্ড ভাঙতে পারবে। সেটা যে কোনও অধিনায়কের কাছেই খুব কঠিন। আমার মনে হয়, ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার আগে আরও একটা বছর খেলা উচিত ধোনির।’’

তথ্য দিয়ে সহবাগ আরও বলেন, ‘‘রোহিত শর্মা, ধোনির কাছাকাছি রয়েছে। ন’বার ফাইনাল খেলে চারবার আইপিএল জিতেছেন ধোনি। অন্যদিকে, পাঁচবার আইপিএল ফাইনাল খেলেছেন রোহিত শর্মা। ধোনিকে ছুঁতে ওঁর আরও সময় লাগবে।’’

Advertisement

দু’বছর আইপিএল খেলতে পারেনি চেন্নাই। তার পরেও রেকর্ড বজায় রেখেছেন ধোনিরা। ন’বার প্লেঅফে যোগ্যতা অর্জন করেছে চেন্নাই। সেই কারণেই ধোনির দলকে সেরা বলে মনে করেন সহবাগ। তিনি বলেন, ‘‘১৩-১৪ বছরের আইপিএল-এর ইতিহাসে দু’বছর খেলতে পারেনি চেন্নাই। ২০২০ মরসুমে পয়েন্ট টেবিলের একদম শেষে ছিল চেন্নাই। এই তিন মরসুম বাদ দিলে ন’বার আইপিএল-এর প্লে অফে গিয়েছে চেন্নাই।

শুক্রবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থ বার আইপিএল ট্রফি জেতেন ধোনি। সাফল্য পেলেও মনে করা হচ্ছে পরের মরসুমে হলুদ জার্সিতে নাও দেখা যেতে পারে মাহিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement