IPL 2021

IPL 2021: তাঁদের নয়, অন্য একটি দলের আইপিএল জেতার কথা ছিল, চ্যাম্পিয়ন হয়ে বললেন ধোনি

আইপিএল-এ প্রথম পর্বের শেষে সাত নম্বরে ছিল কেকেআর। সেখান থেকে উঠে এসে প্লে-অফে জায়গা করে নেয় তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৯:৪৭
Share:

বিপক্ষে সম্মান জানালেন ধোনি।

জিতেছেন তিনিই। তবে মহেন্দ্র সিংহ ধোনির মতে জেতা উচিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। ২৭ রানে ম্যাচ জিতে তেমনটাই বললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

আইপিএল-এ প্রথম পর্বের শেষে সাত নম্বরে ছিল কেকেআর। সেখান থেকে উঠে এসে প্লে-অফে জায়গা করে নেয় তারা। পৌঁছে যায় ফাইনালেও। ধোনি বলেন, “চেন্নাই সম্পর্কে বলার আগে কলকাতাকে নিয়ে বলা উচিত। ওরা যেটা করেছে সেটা অভাবনীয়। এ বারের আইপিএল জয়ের দাবিদার কেউ যদি হয় সেটা কলকাতা। কোচ, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিরাট কৃতিত্ব। মাঝখানের ফাঁকটা ওদের বেশ কাজে লেগেছে।”

Advertisement

চতুর্থ বার আইপিএল জিতল চেন্নাই। প্রতি বারই তাদের অধিনায়ক ছিলেন ধোনি। শুক্রবার টি২০ ক্রিকেটে ৩০০তম ম্যাচে নেতৃত্ব দিতে নেমে বিরাট সাফল্য পেলেন তিনি। তবু বিপক্ষকে সম্মান জানাতে ভোলেননি ধোনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement