কোহলী-ধোনি জুটি।
আইপিএল শেষ হতেই টি২০ বিশ্বকাপের দিকে নজর দিলেন বিরাট কোহলী। ভারতীয় দলকে টি২০ ক্রিকেটে শেষ বার নেতৃত্ব দেবেন তিনি। পাশে পাবেন মেন্টর মহেন্দ্র সিংহ ধোনিকে। এটাই দলকে উদ্বুদ্ধ করবে বলে মত কোহলীর।
সাংবাদিক বৈঠকে কোহলী বলেন, “নেতৃত্বের দায়িত্বে থাকলে দলটাকেই পাল্টে দেয় ধোনি। এই পরিবেশে ওকে দলে পেয়ে আমি উচ্ছ্বসিত। দলের মনোবল বাড়িয়ে দেবে ও। ধোনির উপদেশ আমাদের শিখতে সাহায্য করবে। প্রচুর অভিজ্ঞতা ওর। ভারতীয় দলে ফিরতে পেরে ধোনি নিজেও খুব উচ্ছ্বসিত।”
টি২০ বিশ্বকাপে ভারতীয় বোর্ড ধোনিকে মেন্টরের দায়িত্ব দিলেও কোহলীর মতে তিনি সব সময়ই দলের মেন্টর ছিলেন। কোহলী বলেন, “ধোনি সব সময়ই আমাদের কাছে মেন্টর। আমরা যখন কেরিয়ার শুরু করছি, তখন ও খেলছে। এ বার ওর নতুন কেরিয়ার, আমরা খেলছি। ধোনির বিপুল অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে তরুণ ক্রিকেটারদের জন্য এটা দারুণ সুযোগ।”