ধোনির কাছে হেরে জরিমানার মুখে কোহলী। ছবি - টুইটার
চার ম্যাচ হারের পর চেন্নাই সুপার কিংসের কাছে ৬৯ রানে হারতে হয়েছে। অবশ্য হারের ধাক্কা হজম করার পাশাপাশি জরিমানার মুখেও পড়লেন বিরাট কোহলী। মন্থর বোলিং করার জন্য ম্যাচের বেতন থেকে ১২ লাখ টাকা কেটে নেওয়া হল। এর আগে রোহিত শর্মা, অইন মর্গ্যান জরিমানার মুখে পড়েন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিযোগ বিরাটের দল ধীরে গতিতে বল করেছে। তবে তাঁর দলের সঙ্গে প্রথম বার এমন ঘটনা ঘটেছে। তাই ১২ লাখ টাকা জরিমানা করে আরসিবি অধিনায়ককে সতর্ক করে ছেড়ে দেওয়া হল।
পরপর চার ম্যাচ জিতে থাকা বিরাট কোহলীর আরসিবি-র কাছে লক্ষ্য ছিল নিজেদের অপরাজিত থাকার দৌড় বজায় রাখা। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে গিয়েও ঘুরে দাঁড়ানো মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে চাইছিল জয়ের ধারা বজায় রাখতে। দিনের শেষে জয়সূচক হাসি ধোনিরই। কোহলীদের ৬৯ রানে হারিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে গেলেন তাঁরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই দাপট দেখিয়ে ম্যাচের সেরা হলেন রবীন্দ্র জাডেজা।