Virat Kohli

IPL 2021: রোহিতদের ৫৪ রানে হারিয়ে উচ্ছ্বসিত কোহলী, অধিনায়কের খাতায় সবার নম্বর দশে দশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলী বেশি খুশি তাঁর দল যে ভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়েছে, সেটা দেখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪০
Share:

ব্যাটিংয়ে অবশ্য দুই নম্বর কেটে নিচ্ছেন কোহলী। ফাইল চিত্র।

দল জিতেছে। স্বাভাবিক ভাবেই খুশি হবেন অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলীও খুশি। কিন্তু তিনি বেশি খুশি তাঁর দল যে ভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়েছে, সেটা দেখে। কোহলী এতটাই খুশি যে, দলের সবাইকে দশের মধ্যে দশ নম্বর দিয়ে দিলেন।

ম্যাচের পর আরসিবি অধিনায়ক বলেন, ‘‘এই ম্যাচের পর আমার আর কোনও অভিযোগ নেই। আমি সবাইকে দশে দশ দিচ্ছি। বিশেষ করে বোলিং এবং ফিল্ডিংয়ে।’’

Advertisement

ব্যাটিংয়ে অবশ্য দুই নম্বর কেটে নিচ্ছেন তিনি। বলেন, ‘‘ব্যাটিংয়ে দশে আট দেব। আমাদের আরও ২০-২৫ রান করা উচিত ছিল। তবু বলব, আমরা সারাক্ষণ ওদের চাপে রেখে গিয়েছি। একটা সময়ের জন্যও ওদের ম্যাচে ফিরতে দিইনি।’’

ফর্মে থাকা দেবদত্ত পাড়িক্কল শুরুতেই ফিরে যাওয়ায় কাজটা যে কঠিন ছিল, তা মেনে নেন কোহলী। বলেন, ‘‘সেই জন্যই তো বেশি খুশি। পাড়িক্কলকে হারিয়ে আমাদের শুরুটা ভাল হয়নি। তারপর কেএস (শ্রীকর ভরত) এসে দুর্দান্ত কিছু শট খেলল। আমার উপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল ও। আর তারপর তো ম্যাক্সওয়েলের ইনিংসটা অসাধারণ।’’

Advertisement

মুম্বইয়ের বোলারদের মধ্যে যশপ্রীত বুমরা ৩ উইকেট নিলেও চার ওভারে ৩৬ রান দিয়েছেন। কোহলী বলেন, ‘‘বুমরার ঘাড়ে শুরু থেকে চেপে বসতে না পারলে ও ঘাড়ে চেপে বসবে। ও এতটাই ভাল বোলার।’’

প্রবীণ কুমার এবং স্যামুয়েল বদ্রীর পর আরসিবি-র তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন হর্ষল পটেল। তাঁরও প্রশংসা করেন কোহলী। বলেন, ‘‘ও যেটা করল, অবিশ্বাস্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement