Sunrisers Hyderabad

IPL 2021: করোনা আক্রান্ত নটরাজনের পরিবর্ত সানরাইজার্স হায়দরাবাদে এলেন এই ক্রিকেটার

জম্মু ও কাশ্মীরের হয়ে একটি টি২০ ম্যাচ-সহ মোট দুটি ম্যাচ খেলেছেন মালিক। মোট চার উইকেট পেয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:২২
Share:

উমরান মালিক ফাইল চিত্র

টি নটরাজন করোনা-আক্রান্ত হওয়ায় মিডিয়াম পেসার উমরান মালিককে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার দিল্লি ক্যপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে করোনা ধরা পড়ে নটরাজনের

Advertisement

জম্মু-কাশ্মীরের হয়ে একটি টি২০ ম্যাচ-সহ মোট দুটি ম্যাচ খেলেছেন মালিক। মোট চার উইকেট পেয়েছেন তিনি। হায়দরাবাদ দলের নেট বোলার হিসেবে অনেকদিন ধরেই র‍য়েছেন মালিক। এ বার মূল দলের সঙ্গে যুক্ত হলেন তিনি।

আইপিএল-এর ৬.১-এর ‘সি’ ধারা মেনে মালিককে সই করাচ্ছে হায়দরাবাদ। এই ধারায় বলা হয়েছে, আক্রান্ত ক্রিকেটার সুরক্ষা-বলয়ে ফের প্রবেশ করার আগে পর্যন্ত অল্প সময়ের চুক্তিতে কোনও দল নতুন কোনও ক্রিকেটারকে সই করাতে পারে। সেই অনুযায়ী নটরাজন ফিরে না আসা পর্যন্ত হায়দরাবাদ দলে থাকছেন মালিক।

Advertisement

শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে লিগ টেবিলের একেবারে শেষে থাকা হায়দরাবাদ। আট ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement