IPL 2021

ম্যাচ সুপার ওভারে গড়ানোয় অবাক শিখর ধওয়ন

এ বারের আইপিএল ভাল ছন্দে রয়েছেন ধওয়ন। রবিবারও ২৬ বলে ২৮ রান করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৩:৫৬
Share:

রবিবারের ম্যাচে ধওয়ন। ছবি আইপিএল

ম্যাচে একটা সময় আধিপত্য ছিল তাঁদেরই। কিন্তু যে ভাবে শেষ দিকে টানটান উত্তেজনার মাধ্যমে ম্যাচ গড়াল সুপার ওভারে, তাতে অবাক শিখর ধওয়ন। দিল্লি ক্যাপিটালসের ওপেনার মনে করছেন, ম্যাচটা সুপার ওভার পর্যন্ত গড়ানোই উচিত হয়নি।

Advertisement

ম্যাচের পর তিনি বলেছেন, “রুদ্ধশ্বাস ম্যাচ খেললাম। তবু বলব ম্যাচটা সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। আগেই জিতে নেওয়া উচিত ছিল। তবে সুপার ওভার খেলারই অংশ। পাওয়ার প্লে-র পর আমাদের পক্ষে সত্যিই ব্যাট করা কঠিন হয়ে গিয়েছিল। বল প্রচণ্ড ঘুরছিল এবং থেমে থেমে আসছিল। কেন উইলিয়ামসন সত্যিই ভাল খেলেছে।”

এ বারের আইপিএল ভাল ছন্দে রয়েছেন ধওয়ন। রবিবারও ২৬ বলে ২৮ রান করেছেন। শুধু তাই নয়, প্রথম উইকেটে ৮১ রান যোগ করেছেন পৃথ্বী শ-র সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement