অনুশীলন করার জন্য বিশেষ ছাড়পত্র পেল ধোনি ও কোহলীর দল। ফাইল চিত্র
রাত ৮টার পরেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে নামতে পারবে আইপিএলের দলগুলি। এমনই নির্দেশ জারি করল মহারাষ্ট্রের প্রশাসন। প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার রাত ৮টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে গোটা মহারাষ্ট্রে। তাই রাত ৮টার পর বিরাট কোহলী, কেএল রাহুল, মহেন্দ্র সিংহ ধোনিরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কিন্তু শুধুমাত্র আইপিএলে ক্রিকেটারদের অনুশীলনের জন্য ১৪৪ ধারা শিথিল করেছে মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রকের সচিব শ্রীরং ঘোলাপ বলেন, ‘‘ম্যাচের সময়ের কথা ভেবে বিকেল ৪ টে থেকে সাড়ে ৬টা এবং সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা অবধি দল গুলোকে অনুশীলন করবার সময় দেওয়া হয়েছে।
ওয়াংখেড়ের মাঠে ১০ টি ম্যাচ খেলা হবে। এর মধ্যে ৯ টি ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।