সূর্যকুমার যাদব ও ঈশান কিশন টুইটার
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েই মাথা ঘুরে গিয়েছে ঈশান কিশন ও সূর্যকুমার যাদবের। সে কারণেই আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল ব্যাট করতে পারছেন না দুই মিডল অর্ডার ব্যাটার। এমনটাই মত সুনীল গাওস্করের।
দ্বিতীয় লেগে এই দুই ব্যাটার একেবারেই ছন্দে নেই। গাওস্কর বলেন, ‘‘ভারতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই ব্যর্থ হচ্ছে দুই ব্যাটার। ছন্দ হারাচ্ছে। ওদের কিছু শট দেখে মনে হচ্ছে জোর করে কিছু বড় শট খেলার চেষ্টা করছে।’’
দ্বিতীয় পর্বে শেষ পাঁচ ইনিংসে সূর্যকুমারের রান যথাক্রমে ৩, ৫, ৮, ০ ও ৩৩। পরপর তিন ম্যাচ ভাল খেলতে না পারায় দল থেকে বাদ গিয়েছেন ঈশান কিশন। শেষ তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ১১, ১৪ ও ৯।
তবে শুধু সামালোচনা করা নয়, দুই ব্যাটার কী ভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, তার উপায়ও বাতলে দিলেন গাওস্কর। ভারতের প্রাক্তন ব্যাটার বলেন, ‘‘ওদের উচিত ক্রিজে আরও বেশি সময় দেওয়া। সঠিক শট নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে সমস্যা থাকায় ভুগতে হচ্ছে দুই ব্যাটারকে।
আইপিএল-এর দ্বিতীয় পর্বে এখনও বল করতে পারেননি হার্দিক পাণ্ড্য। এটা চিন্তায় রাখছে মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতীয় দলকে। আইপিএল শেষ হলেই টি২০ বিশ্বকাপ। তার আগে হার্দিক পুরোপুরি সুস্থ হয়ে বল করতে না পারলে সমস্যা হবে ভারতের। এ কথা জানিয়ে গাওস্কর বলেন, ‘‘শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের জন্য নয়, এটা ভারতের জন্যও বিরাট বড় ধাক্কা। ওকে অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে। ও ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নামলেও বল করতে না পারলে অধিনায়কের সমস্যা হবে।’’