দল ছাড়তে পারেন ওয়ার্নার টুইটার
পরের মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে পারেন ওপেনার ডেভিড ওয়ার্নার। রবিবার হায়দরাবাদের জার্সিতে সেরা মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অস্ট্রেলিয়ার ওপেনার। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ২০১৬ সালে আইপিএল ট্রফি হাতে উল্লাস করছেন তিনি। দর্শকদের ছবিও পোস্ট করেছেন তিনি। পোস্টে তাঁর লেখা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ওয়ার্নার লিখেছেন, ‘হায়দরাবাদের সঙ্গে আমার সেরা মুহূর্তের ছবি। শেষ ছবিটা দর্শকদের। ধন্যবাদ তাঁদের। আমাদের সমর্থন করার জন্য।’ এ মরসুমের আইপিএল-এ একেবারেই ভাল খেলতে পারেনি হায়দরাবাদ। ভাল খেলতে পারেননি ওয়ার্নারও। প্রথম পর্বে আট ম্যাচে মাত্র ১৯৫ রান করেছিলেন হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক। ফলে শুধু অধিনায়কত্ব নয়, প্রথম একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। আমিরশাহিতে দ্বিতীয় পর্বে সুযোগ পেলেও ফের ব্যর্থ হওয়ায় বাদ পড়েন তিনি। দলের সমর্থনে স্টেডিয়ামে বসে থাকতে দেখা যায় তাঁকে।
২০১৫ সালের আইপিএল-এ প্রথমবার হায়দরাবাদ দলে যোগ দিয়েছিলেন ওয়ার্নার। ২০১৬ সালে অধিনায়ক হিসেবে ট্রফি জেতেন তিনি। তিন বার আইপিএল-এ সবচেয়ে বেশি রান করায় কমলা টুপি পেয়েছেন তিনি। ৯৫ ম্যাচে মোট ৪০১৪ রান করেছেন ওয়ার্নার।
শেষ কিছু সপ্তাহ একেবারেই ভাল কাটেনি ওয়ার্নারের। সেই কারণেই হয়ত পরের মরসুমে কমলা জার্সিতে তাঁকে নাও দেখা যেতে পারে। আগামী মরসুমে আইপিএল-এ বড় করে নিলাম হবে। সেই নিলামের আগে প্রত্যেক দল হয়ত তিন ক্রিকেটারকে রেখে দিতে পারবে। হায়দরাবাদের সেই তিন ক্রিকেটারের তালিকায় হয়ত থাকবেন না ওয়ার্নার। সেখানে নতুন কোনও দলে দেখা যেতে পারে অজি ওপেনারকে। শোনা যাচ্ছে, বেশ কিছু দল ইতিমধ্যেই তাঁকে নেওয়ার জন্য আগ্রহী।