অর্জুন তেন্ডুলকর ফাইল চিত্র
চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স দল থেকে ছিটকে গেলেন অর্জুন তেন্ডুলকর। সচিন-পুত্রের জায়গায় দলে এলেন সিমরজিৎ সিংহ। আইপিএল-এর নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে অর্জুনকে কিনেছিল মুম্বই। তবে এখনও একটা ম্যাচেও মুম্বইয়ের জার্সি গায়ে নামতে দেখা যায়নি সচিন-পুত্রকে।
বুধবার নেটমাধ্যমে বিবৃতি দিয়ে অর্জুনের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল মুম্বই। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আইপিএল-এর বাকি ম্যাচ গুলির জন্য অর্জুনের জায়গায় সিমরজিৎকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নিভৃতবাস কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ডান হাতি এই মিডিয়াম পেসার।’’
২০২০ সালে মুম্বই দলে নেট বোলার হিসেবে ছিলেন অর্জুন। চলতি বছরে নিলামে অর্জুনকে কিনে নেয় মুম্বই। কিছুদিন আগে বাবা সচিনের সঙ্গে আবু ধাবির সৈকতে সাময়িক ছুটি কাটাতে দেখা গিয়েছিল অর্জুনকে। তখনও বোঝা যায়নি তাঁর চোট রয়েছে। আচমকা এই সংবাদ আসায় অবাক অনেকেই।
উল্লেখ্য, পরপর তিন ম্যাচ হারের পর মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতেছে মুম্বই।