Shivam Mavi

ডেল স্টেনের চোখে জল এনে দিলেন কেকেআর-এর শিবম মাভি

স্টেন বলেন, ‘‘আমি অবাক হয়েছি। চোখে জল চলে এসেছিল। আমি ক্রিকেট খেলতে খেলতে কোনওদিন ভাবিনি বিশ্বের অপর প্রান্তেও এতটা জনপ্রিয়তা পাব।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৭:৪৬
Share:

শিবম মাভি ও ডেল স্টেন

শিবম মাভির কথা শুনে লাইভ শো চলাকালীনই আবেগ প্রবণ হয়ে পড়লেন ডেল স্টেন। সোমবার পঞ্জাব কিংসকে পাঁচ উইকেটে হারানোর পর নাইট জোরে বোলার জানান, তিনি গুরু হিসেবে ডেল স্টেনকে মানেন। এই কথা শুনেই নিজের আবেগ চেপে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার।

Advertisement

স্টেন বলেন, ‘‘আমি অবাক হয়েছি। চোখে জল চলে এসেছিল। আমি ক্রিকেট খেলতে খেলতে কোনওদিন ভাবিনি বিশ্বের অপর প্রান্তেও এতটা জনপ্রিয়তা পাব।’’

মাভির সঙ্গে যোগাযোগ রেখে তাঁকে আরও ভাল বোলার হিসেবে প্রতিষ্ঠা করতে চান স্টেন। তিনি বলেন, ‘‘ও এভাবেই উন্নতি করে যাক। এই ধরনের বোলিং ওকে ভারতীয় দলে সুযোগ পেতে সাহায্য করবে। শুধু তাই নয় কেকেআর-এর হয়েও ভবিষ্যতে বড় ভূমিকায় দেখা যেতে পারে। আমি ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব।’’

Advertisement

সোমবারের ম্যাচের পর মাভি বলেন, ‘‘আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করি তখন থেকেই ডেল স্টেনের দিকে নজর রাখতাম। আমি শুরুর দিকে আউট সুইং বল করার সময় স্টেনের মতো বল করার চেষ্টা করতাম। শুধু স্টেন নয়, আমি বুমরা, ভুবনেশ্বর কুমারের বোলিংও নজরে রাখি। তবে স্টেন আমার গুরু।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement