IPL 2021

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স থেকে জোরে বোলার নিলেন কোহলীরা

২৯ বছরের কুগেলাইন এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ২টি একদিনের ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৬:৩৩
Share:

আগে চেন্নাই হয়ে খেলেছেন কুগেলাইন। ফাইল ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গিয়েছেন কেন রিচার্ডসন। তাঁর জায়গায় নিউজিল্যান্ডের জোরে বোলার স্কট কুগেলাইনকে নিল আরসিবি। আইপিএল-এর শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে।

Advertisement

চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ছিলেন কুগেলাইন। আইপিএল-এ বিনিময় প্রথা চালু হওয়ার পরেই বিরাট কোহলীর দল কিউয়ি পেসারকে নিয়েছে রোহিত শর্মার দলের থেকে। তবে দেশে ফিরে যাওয়ার আরেক ক্রিকেটার অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসেবে এখনও কারওর নাম ঘোষণা করা হয়নি।

২৯ বছরের কুগেলাইন এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ২টি একদিনের ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। আগে ২টি আইপিএল-এর ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে।

Advertisement

মঙ্গলবার রাতে দোহা হয়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন রিচার্ডসন এবং জাম্পা। কোহলীর দল ইতিমধ্যেই আমদাবাদে খেলছে। মঙ্গলবার তারা ১ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement