ঋষভ পন্থ ছবি: আইপিএল
প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে চার উইকেটে হারের পর ভাষা হারিয়ে ফেলেছেন ঋষভ পন্থ। রুতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা ও শেষে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে ভর করে ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলে চেন্নাই সুপার কিংস। হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে দিল্লি ক্যাপিটালসের সামনে। তাই সতীর্থদের ভুল থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিলেন দিল্লি অধিনায়ক। রবিবার হারতে হলেও সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে আইপিএল-এর প্লে-অফে অধিনায়কত্ব করে নজির গড়লেন পন্থ।
ম্যাচ শেষে পন্থ বলেন, ‘‘এটা নিঃসন্দেহে হতাশার। ভাষা হারিয়ে ফেলেছি। ভুল হতেই পারে। তবে তার থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ক্রিকেটার হিসেবে এটাই করা উচিত।’’
পন্থ ভেবেছিলেন ১৭২ রান জেতার জন্য যথেষ্ট। তবে তা হয়নি। দুই বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মহেন্দ্র সিংহ ধোনির দল। পন্থ বলেন, ‘‘আমার মনে হয়েছিল আমরা যথেষ্ট রান করে ফেলেছি। চেন্নাই পাওয়ার প্লে-তে দারুণ ব্যাট করেছে। আমরা ওদের উইকেট ফেলতে পারিনি। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’’
মাত্র ২৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে আইপিএল-এর প্লে-অফে অধিনায়কত্ব করার রেকর্ড গড়া ঋষভ টসের সময় বেশ চাপে ছিলেন। তিনি বলেন, ‘‘চাপ অনুভব করছি। তবে আমি বেশ রোমাঞ্চিত।’’