IPL 2021

IPL 2021: আইপিএল-এর আগে প্রতিটি ম্যাচই ফাইনাল হিসেবে দেখতে চান রশিদ

আফগানিস্তানের এই স্পিনার মুখিয়ে রয়েছেন আইপিএল-এর দ্বিতীয় পর্বে নিজের সেরাটা দেওয়ার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৬
Share:

রশিদ খান ফাইল ছবি

আইপিএল-এর দ্বিতীয় পর্বে প্রতিটি ম্যাচই তাঁরা ফাইনাল হিসেবে দেখতে চান। জানালেন সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার রশিদ খান। আফগানিস্তানের এই স্পিনার মুখিয়ে রয়েছেন আইপিএল-এর দ্বিতীয় পর্বে নিজের সেরাটা দেওয়ার জন্য।

Advertisement

শুধু তাই নয়, ব্যাটিং দক্ষতাও এই সুযোগ ঝালিয়ে নিতে চাইছেন রশিদ। বলেছেন, “গত দেড় বছর ধরে ব্যাটিং নিয়ে কাজ করছি। কারণ আমার দলের কাছে শেষ দিকে ১৫-২৫ রান যথেষ্ট গুরুত্বপূর্ণ। দলের হয়ে অন্য ভাবেও যাতে কাজে লাগতে পারি সেই চেষ্টা করছি। নেটে সম্প্রতি খুব বেশি শট খেলার চেষ্টা করিনি। শুধু মানসিক ভাবে ঠিক জায়গায় থাকার চেষ্টা করছি।”

রশিদের সংযোজন, “হ্যাঁ, প্রতিযোগিতার প্রথম ভাগে আমাদের সময়টা খুব একটা ভাল যায়নি। কিন্তু শেষটা যাতে ভাল হয় সেই চেষ্টাই আমরা করছি। প্রত্যেকটা ম্যাচ ফাইনাল মনে করে নিজের ১০০ শতাংশ দিতে হবে।”

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহির পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে। সেই প্রসঙ্গে রশিদ বলেন, “আমিরশাহিতে অনেক ম্যাচ আমরা খেলেছি। তাই উইকেটের কোন জায়গায় বল পড়লে উইকেট আসতে পারে সেটা খেয়াল রাখতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement