বাকি আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু এ বারের আইপিএল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল গুছিয়ে নিয়েছে কলকাতা। দলে এসেছেন শাকিব, হরভজনের মতো অভিজ্ঞরা। কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক।
শুভমন গিল: তরুণ এই ওপেনার গত বারের আইপিএল-এ ছিলেন সব চেয়ে বেশি রান সংগ্রাহক। এ বারেও তাঁর ব্যাটে নিয়মিত রান চাইবে কলকাতা।
রাহুল ত্রিপাঠি: গত আইপিএল-এ শুভমনের সঙ্গী বেছে উঠতে পারেনি কলকাতা। এ বারে রাহুলকে নিয়মিত ভাবে ওপেন করিয়ে দেখা যেতেই পারে। অতীতে আইপিএল-এ ওপেনার হিসেবে নিজেকে বহু বার মেলে ধরেছেন তিনি।
নীতীশ রানা: তাঁর ব্যাট থেকেও নিয়মিত রান এসেছিল সংযুক্ত আরবের মাঠে। দরকার অনুযায়ী রানের গতি বাড়াতেও তিনি পারদর্শী।
অইন মর্গ্যান: শুরু থেকেই অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে। বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। আইপিএল জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে সমর্থকরা।
দীনেশ কার্তিক: অধিনায়ক নন, এ বার তিনি উইকেটরক্ষক। ব্যাট হাতে খোলা মনে ঝড় তুলতে পারেন। তবে গত বারের আইপিএল-এ নেতৃত্ব ছাড়ার পরেও সেই ভাবে নজর কাড়তে পারেননি।
শাকিব অল হাসান: ফের নাইটদের দলে শাকিব। ২০১৯ বিশ্বকাপের মঞ্চে নিজেকে ব্যাট হাতে মেলে ধরেছিলেন তিনি। দরকারে ওপরের দিকেও ব্যাট করতে পারবেন। বাঁহাতি স্পিন দলে বৈচিত্র্যও নিয়ে আসবে।
আন্দ্রে রাসেল: ব্যাটে, বলে বার বার ব্যর্থ হয়েছেন গত বার। চোটের জন্য ভুগেছেন তিনি। এ বার পারবেন দলকে জয়ের পথে নিয়িএ যেতে?
প্যাট কামিন্স: বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। গত বার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১২টি উইকেট। এ বারেও বল হাতে শুরুতে ধাক্কা দিতে তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।
হরভজন সিংহ: ২ কোটি টাকা পঞ্জাব স্পিনারকে নিয়েছে কলকাতা। নিজের ১০০ শতাংশ দেবেন বলে জানিয়েছেন তিনি। সুনীল নারাইনের স্পিন রহস্য ফাঁস করে ফেলেছে বহু দল। ব্যাট হাতে আর চমক নন তিনি। নারাইনের বদলে ভাজ্জিকে খেলাতেই পারে কেকেআর।
প্রসিদ্ধ কৃষ্ণ: ভারতীয় দলে অভিষেক হয়েছে কিছু দিন আগে। সেই অভিজ্ঞতা যে আইপিএল-এও কাজে লাগবে তা বলাই বাহুল্য।
শিবম মাভি: গত আইপিএল-এ নজর কেড়েছিলেন। ৮ ম্যাচে নিয়েছিলেন ৯টি উইকেট। কেকেআর দলের ভারতীয় পেসারদের মধ্যে তিনিই ছিলেন সেরা। এ বার পারবেন নিজের সেই ছন্দ ধরে রাখতে।