prithvi shaw

৬ বলে ৬ চার, রহাণের পর পৃথ্বী, কেকেআর-এর বিরুদ্ধে প্রথম ওভারেই নজির

ছটি বলেই ছটি চার মারেন পৃথ্বী। ঠাসা অফসাইডের মধ্যে থেকেও ফাঁক খুঁজে বের করে মারতে থাকেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১০:১৪
Share:

পৃথ্বী শ টুইটার

অজিঙ্ক রহাণের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল-এ ছয় বলে ছটি চার মারার রেকর্ড গড়লেন পৃথ্বী শ।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারে শিবম মাভির বলে এই কীর্তি গড়েন তিনি। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে শ্রীনাথ অরবিন্দের ওভারে ছটি চার মারেন রহাণে। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বড় শট খেলতে থাকেন এই ওপেনার।

মাভির প্রথম বল ওয়াইড হয়। নাইট উইকেট রক্ষক দীনেশ কার্তিককে ঝাঁপিয়ে পড়ে সেই বল বাঁচাতে হয়। এরপর ছটি বলে ছটি চার মারেন পৃথ্বী। ঠাসা অফসাইডের মধ্যে থেকেও ফাঁক খুঁজে বের করে মারতে থাকেন তিনি। এই ওভার আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার নিরিখে তৃতীয়।

Advertisement

৪১ বলে ৮২ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement