আইপিএলে খেলার ফায়দা তুলতে চান বেয়ারস্টো। ছবি পিটিআই
আইপিএল নিয়ে মুগ্ধ জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের ক্রিকেটার মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিকতা সঠিক জায়গায় রাখতে এ বারের আইপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এখন ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছেন বেয়ারস্টো। তারপরেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে নেমে পড়বেন। তার আগে বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হতে পারে এমন মাঠগুলোয় আগেই আইপিএলের ম্যাচ খেলে নেওয়ায় আমাদের সামনে ভাল সুযোগ থাকবে। কী ভাবে সেখানে দলগুলি সাফল্য পায় তার দিকে নজর থাকবে আমাদের। কারণ, বিভিন্ন উইকেটের মাপ বিভিন্ন রকম। রান তাড়া করা যায় কি না বা পিচে গিয়ে কত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায় সেই ব্যাপারগুলোয় চোখ রাখব আমরা।”
আগামী ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ে আইপিএল অভিযান শুরু করবে হায়দরাবাদ। বেয়ারস্টো জানালেন, কোনও দলকেই হালকা ভাবে নিতে চান না। বলেছেন, “ভারতের আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম। আশা করি আমরা সাহায্য পাব। তবে প্রতিযোগিতার মান আমরা জানি। তাই কোনও দলকেই হালকা ভাবে নেওয়া যাবে না।”