এম এস ধোনি ও ঋষভ পন্থ ছবি টুইটার
গত শনিবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। টস করতে যাওয়ার আগে পন্থের জন্য বিশেষ পরামর্শ ছিল সুনীল গাওস্করের। পন্থকে গাওস্কর খেয়াল রাখতে বলেছিলেন, ধোনি যেন কোনও সময় তাঁর কাঁধে হাত না রাখেন।
একটি চ্যানেলে সানি বলেন, ‘‘আমি একটা জিনিসই চাই, পন্থ যখন টস করতে যাবে, তখন ও যেন ধোনিকে ওর কাঁধে হাত রাখতে না দেয়। এতে অনেক সময় একটা বার্তা পৌঁছয় যে, ‘দেখ খোকা, তুমি ছোট। আমি কিন্তু অনেক বড়।’ এরকম বার্তা পৌঁছক, সেটা আমি চাই না। বরং টস করতে যাওয়ার সময় পন্থ যেন ধোনির থেকে একটু দূরে দূরে থাকে। বড় ম্যাচের আগে অন্য কিছু যেন ওকে প্রভাবিত না করে। জানি, পন্থ যেরকম, তাতে ও সেটা হতে দেবে না। শ্রদ্ধা থাকুক। কিন্তু সেটা যেন মাঠের বাইরে থাকে। মাঠে নামলে শুধুই লড়াই। এমএসডি-র ছায়ায় যেন ও ঢাকা পড়ে না যায়।’’
একেবারেই ঢাকা পড়ে যাননি। পন্থের দিল্লি ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ধোনির চেন্নাইকে।