রাজস্থানের বিরুদ্ধে মইন আলি এবং স্যাম কারেন। ছবি: বিসিসিআই
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল-এর প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট পেলেও জয়ের জন্য দলের মিডল অর্ডারকেই কৃতিত্ব দিচ্ছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। তিনি বলেন, ‘‘আমরা শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করে গিয়েছি। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যে কোনও জায়গায় ব্যাট করতে পারে।’’
কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইতে। তার আগে অইন মর্গ্যানদের কার্যত সতর্ক করে দিলেন কারেন। তিনি বলেন, ‘‘ আমি কোনও দিন চেন্নাইয়ের হয়ে চেন্নাইয়ে খেলিনি। শুনেছি ওখানে বল ধীরে আসে। ওয়াংখেড়েতেও বল ধীরে আসছিল, যেটা আমাদের সাহায্য করেছে।’’
সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৫ রানে জয় পায় মহেন্দ্র সিংহ ধোনি বাহিনী।
স্যাম কারেন আরও বলেন, ‘‘দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা অসুবিধা হয়েছিল। তবে তারপর আমরা দ্রুত নিজেদের মানিয়ে নিই। পরপর দুই ম্যাচে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসকে হারালাম।’’