Mumbai Indians

প্রকাশ্যে এল রোহিত, হার্দিকদের নতুন আইপিএল জার্সি

পাঁচটি আদিম শক্তিকে সামনে রেখে তৈরি করা হয়েছে আসন্ন ক্রোড়পতি লিগের জার্সি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৯:২৯
Share:

এই জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবে রোহিত শর্মার দল।

হাতে আর মাত্র কয়েকটা দিন। এর আগে শনিবার নতুন জার্সি সামনে আনল পাঁচবারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। বরাবরের মতো এ বারও দলের জার্সিতে পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই পাঁচটি আদিম শক্তিকে সামনে রেখে তৈরি করা হয়েছে আসন্ন ক্রোড়পতি লিগের জার্সি। এই জার্সি গায়ে চাপিয়ে আগামী ৯ এপ্রিল উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলীর রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা

Advertisement

নতুন জার্সি সম্পর্কে দলের তরফ থেকে জানানো হয়েছে, “ভারতের ঐতিহ্য ও পুরাণকে সম্মান জানিয়ে বরাবর আমাদের জার্সি তৈরি করা হয়। এ বারও সেই দিকেই নজর দেওয়া হয়েছে। আমরা পাঁচবারের বিজয়ী। তাই দেশের নাগরিক ও ক্রিকেট সমর্থকদের কাছে আমাদের দায়িত্ব অনেক। সেই দিক বজায় রেখেই এ বারের জার্সি তৈরি করা হল। আশা করি প্রতি বারের মতো এ বারও আমাদের দল এই জার্সির গরিমা বজায় রাখবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement