মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র
আইপিএল-এর প্রস্তুতিতে মহেন্দ্র সিংহ ধোনিদের পরিকল্পনা ধাক্কা খেল। শুক্রবার চেন্নাই সুপার কিংসের সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর কথা থাকলেও তা হচ্ছে না। দু’-একদিন পিছিয়ে যেতে পারে ধোনিদের আমিরশাহি যাত্রা। ধোনিরা এখনও আমিরশাহিতে পা রাখার অনুমতি পাননি।
ধোনি, রবিন উথাপ্পা, সুরেশ রায়না, রুতুরাজ গায়কোয়াড়রা ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছেন। সিএসকে-র কর্তা কাশী বিশ্বনাথন বলেন, ‘‘এখনও আমরা অনুমতি পাইনি। আমরা সারাক্ষণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। বিসিসিআই আমিরশাহি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। প্রথমে আমাদের বলা হয়েছিল বুধবারের মধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র এসে যাবে। কিন্তু এখনও আমরা কিছু পাইনি।’’
গত বছরও সিএসকে সবার আগে আমিরশাহি পৌঁছে গিয়েছিল। তার আগে চেন্নাইতে শিবিরও করেছিলেন ধোনিরা।
মুম্বই ইন্ডিয়ান্সের শুক্রবার আমিরশাহি যাওয়ার কথা। তারাও এখনও অনুমতি পায়নি।
দ্বিতীয় পর্যায়ের আইপিএল শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ১৫ অক্টোবর।