ধোনির জন্য সতর্কবানী। ছবি: টুইটার থেকে
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে না পারায় জরিমানা দিতে হয় তাঁকে। তবে আরও বড় শাস্তির মুখোমুখি হতে পারেন ধোনি। নির্বাসিত হতে পারেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তাই পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবার সচেতন থাকতে হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে।
দিল্লি ম্যাচের মতো পঞ্জাব ম্যাচেও যদি ইনিংস শেষ করতে বেশি সময় নেয় চেন্নাই সুপার কিংস তবে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন ধোনি। তবে এই নির্বাসন নির্ভর করবে ম্যাচ রেফারির ওপর। আইপিএল-এর নতুন নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতেই হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। কোনও ক্রিকেটারের আঘাত লাগলে, ব্যাটিং দল সময় নষ্ট করলে, আম্পায়ারের কোনও কারণে বেশি সময় প্রয়োজন হলে ছাড় পাওয়া যাবে।
শুক্রবার পঞ্জাবের মুখোমুখি হচ্ছে চেন্নাই। প্রথম ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে রয়েছে ধোনির দল। তবে গত বারের আইপিএল-এ লোকেশ রাহুলের পঞ্জাবকে দুটো ম্যাচেই হারিয়ে দিয়েছিল হলুদ জার্সিধারীরা। শুক্রবার তেমনই কিছু চাইবেন ধোনি সমর্থকরাও।