KKR

IPL 2021: দল ফাইনালে উঠলেও ব্যর্থ দুই সেনাপতি, ধোনি, মর্গ্যানের দুঃস্বপ্নের আইপিএল

আইপিএল-এর ফাইনালে দুই অভিজ্ঞ অধিনায়কের লড়াই। তবে এ বারের আইপিএল-এ বার বার ব্যর্থ হয়েছেন দুই ব্যাটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৬:৩৩
Share:

ব্যাট হাতে ব্যর্থ অধিনায়করা।

আইপিএল-এর ফাইনালে মুখোমুখি অইন মর্গ্যান এবং মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন মর্গ্যান। ২০১১ সালে ভারতকে জিতিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল-এর ফাইনালে দুই অভিজ্ঞ অধিনায়কের লড়াই। তবে এ বারের আইপিএল-এ বার বার ব্যর্থ হয়েছেন দুই ব্যাটার।

এ বারের আইপিএল-এ এখনও অবধি ১৬টি ম্যাচ খেলেছেন মর্গ্যান। ১৫টি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১২৯ রান। গড় মাত্র ১১.৭২। স্ট্রাইক রেট একশোর নীচে (৯৮.৪৭)। এ বারের আইপিএল-এ চারটি ইনিংসে শূন্য করেছেন মর্গ্যান। ১২টি ইনিংসে দশ রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হয়েছেন ইংরেজ অধিনায়ক। ফাইনালে তাঁকে খেলানো হবে কি না সেই নিয়েই প্রশ্ন তুলেছিলেন মাইকেল ভন। অধিনায়ক ব্যর্থ হলেও শেষ নয় ম্যাচের মধ্যে সাতটিতে জিতে ফাইনালে কেকেআর।

Advertisement

যখন একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন মর্গ্যান, তখন চেন্নাই শিবিরেও ছন্দহীন ধোনি। এখনও অবধি ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। ১১টি ইনিংসে ১১৪ রান করেছেন ধোনি। গড় ১৬.২৮। স্ট্রাইক রেট ১০৬.৫৪। কোনও ম্যাচেই কুড়ির গণ্ডি পার করতে পারেননি তিনি। দিল্লির বিরুদ্ধে ছয় মেরে ম্যাচ জিতিয়ে ফিনিশার ধোনিকে দেখতে পাওয়া গিয়েছে। ফাইনালে সেই ধোনিকেই চাইবে চেন্নাই।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

অধিনায়করা ব্যর্থ হলেও দল জিতেছে। ফাইনালেও পৌঁছে গিয়েছে কলকাতা এবং চেন্নাই। শুক্রবার কোন দল জিতবে সেই দিকে তাকিয়ে আইপিএল ভক্তরা। অধিনায়করা শেষ ম্যাচে জেতাতে পারবেন নিজের দলকে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement