মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর নাম সমার্থক হয়ে গিয়েছে। আসন্ন আইপিএলে দলকে ১৩তম বারের জন্য নেতৃত্ব দিতে নামবেন তিনি। এহেন মহেন্দ্র সিংহ ধোনির পুরনো ছবি তুলে এনে তাঁকে সম্মান জানাল চেন্নাই।
আইপিএলে ২০০৮-এর নিলামের সময় ধোনি ছিলেন সবথেকে বিখ্যাত নাম। তাঁর অধিনায়কত্বে সবে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ধোনিকে নিয়ে স্বাভাবিক ভাবেই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল সব দলের মধ্যেই। শেষমেশ তাঁকে তুলে নেয় চেন্নাই। সেই থেকে চিপকই তাঁর প্রথম এবং একমাত্র ঠিকানা।
ধোনির দলে আসার ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে তাঁর প্রথম অধিনায়কত্বের দিনের একটি ছবি পোস্ট করেছে সিএসকে। অধিনায়ক হিসেবে ১৯৭টি ম্যাচের মধ্যে ১১৯টি ম্যাচে জয় পেয়েছেন তিনি। তবে ২০২১-এর আইপিএলের পর তিনি আর দলে থাকবেন কি না, সেটাই বড় প্রশ্ন। গতবার দলের জঘন্য পারফরম্যান্সের পর তাঁর অবসর নিয়ে ওঠা প্রশ্ন সপাটে মাঠের বাইরে ফেলেছিলেন ধোনি। এ বার তিনি কী করেন, সেটাই দেখার।