Mahendra Singh Dhoni

IPL 2021: কোহলীদের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে ‘বোলার’ ধোনি, দেখুন ভিডিয়ো

এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ধোনিকে বল হাতে দেখা গিয়েছে। ভারতের জার্সিতেও তিনি মাঝে সাঝে বোলিং করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:২২
Share:

এ বার বোলার হলেন ধোনি। ফাইল ছবি

শুক্রবার বিরাট কোহলীর আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। তার আগে চেন্নাই অধিনায়ক ধোনিকে দেখা গেল অন্য রূপে। নেটে রবীন্দ্র জাডেজাকে বোলিং করলেন তিনি। ধোনির ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ধোনিকে বল হাতে দেখা গিয়েছে। ভারতের জার্সিতেও তিনি মাঝে সাঝে বোলিং করেছেন। তবে দীর্ঘদিন পর আইপিএল-এর অনুশীলনে ধোনির বোলার রূপ দেখে দারুণ খুশি অনুরাগীরা। জাডেজার বিরুদ্ধে ধোনিকে স্পিন বোলিং করতে দেখা গিয়েছে।

জাডেজা অবশ্য ধোনির বলে একটুও ঘাবড়ে যাননি। বেশ কিছু শটে ধোনির বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন তিনি। ধোনিও হাল ছাড়ার পাত্র নন। দু’একটি ডেলিভারিতে জাডেজাকে পরাস্ত করেছেন তিনি। ওভার দ্য উইকেট বোলিং করতে এসে জাডেজাকে আউটও করে দেন এক বার। ফুল লেংথে বল করেছিলেন ধোনি। জাডেজা মিড উইকেটের উপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন। কিন্তু ডেলিভারি পুরোপুরি মিস করেন। বল গিয়ে লাগে স্টাম্পে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement