IPL 2021

প্রথম ম্যাচেই জিতলেন ধোনিরা, রোহিত-হীন মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেন ২০ রানে

একের পর এক উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়েছিল সিএসকে। কিন্তু রুতুরাজের দুরন্ত ইনিংস এবং বোলারদের দাপট জেতাল ধোনিদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৪
Share:

জিতলেন ধোনিরা। ছবি আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৪ key status

জিতল চেন্নাই

শেষ রক্ষা হল না। মুম্বই ইন্ডিয়ান্স হেরে গেল চেন্নাইয়ের কাছে। দলকে জেতাতে ব্যর্থ মুম্বই ব্যাটসম্যানরা। পাশাপাশি চেন্নাইয়ে আঁটসাট বোলিং কাজে লেগেছে।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৯

চাপে মুম্বই

৯৭ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে মুম্বই। জিততে গেলে ৫ ওভারে দরকার ৬০ রান।

Advertisement
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:১৮ key status

ফিরলেন ঈশান

ব্রাভোর বলে ফিরে গেলেন ইশান কিশন। সরাসরি রায়নার হাতে ক্যাচ তুলে দেন। 

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:১৫ key status

৯ ওভারে মুম্বই ৫৪-৩

জিততে গেলে এখনও একশোর বেশি রান তুলতে হবে মুম্বইকে। কিন্তু দলের টপ অর্ডারকে হারিয়েছে তারা।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:০২ key status

পরপর উইকেট হারাচ্ছে মুম্বইও

শার্দূলের বলে ফিরলেন সূর্যকুমার। তিন উইকেট হারিয়ে চাপে মুম্বই।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৭ key status

আবার চাহার

সিএসকে-কে দ্বিতীয় ধাক্কা চাহারের। অনমোলপ্রীত সিংহকে ফিরিয়ে দিলেন ১৬ রানে।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৫ key status

ডি’কক আউট

দীপক চাহারের দুরন্ত বলে ফিরে গেলেন মারমুখী ডি’কক। ১৭ রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৩

ভাল শুরু মুম্বইয়ের

প্রথম ২ ওভারে ১৪ রান তুলল মুম্বই।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:১৮ key status

ধোনিরা থামলেন ১৫৬-তে

রুতুরাজের অপরাজিত ৮৮ রানের সৌজন্যে ১৫৬-৬ তুলল ধোনির সিএসকে। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলে ৫৮ বলে ৮৮ রান করে অপরাজিত থাকলেন রুতুরাজ। দলকে দেড়শোর গন্ডি পেরোতেও সাহায্য করলেন।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:১০ key status

ব্রাভো-ঝড়

বোল্টের এক ওভারে তিনটি ছক্কা মারলেন ডোয়েন ব্রাভো। খারাপ শুরু করেও বড় রান তোলার দিকে চেন্নাই।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৯ key status

ফিরলেন জাডেজা

একশো রানের জুটি হল না। ভাল খেলতে থাকলেও বুমরার বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ২৬ রানে ফিরলেন জাডেজা। 

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৭ key status

একশোর গন্ডি পেরোল সিএসকে

সিএসকে-র রান ১০০ পেরিয়ে গেল। রুতুরাজ এবং জাডেজা ধাক্কা কাটিয়ে দলকে ভদ্রস্থ রানের দিকে নিয়ে যাচ্ছেন।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৩ key status

অর্ধশতরান রুতুরাজের

একাই লড়ছেন রুতুরাজ গায়কোয়ড়া। মুম্বই বোলারদের সামনে অর্ধশতরান করলেন তিনি।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৩ key status

৫০ পেরোল সিএসকে

রুতুরাজের ছক্কার সৌজন্যে পঞ্চাশ রান পেরোল সিএসকে-র। যদিও রান তোলার গতি অত্যন্ত কম। 

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:০৭ key status

ফিরলেন ধোনি

দলকে বাঁচাতে ব্যর্থ ক্যাপ্টেন কুল। তিন রান করেই সাজঘরে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫০ key status

রায়নাও আউট, নামলেন ধোনি

একটি বাউন্ডারি মেরে সাজঘরে ফিরলেন রায়নাও। প্রবল চাপে সিএসকে। দলকে বাঁচাতে নামলেন ধোনি।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪২ key status

আঘাত পেলেন রায়ডু

মিলনের প্রথম বল খেলতে গিয়েই হেলমেটে সজোরে আঘাত খেলেন অম্বাতি রায়ডু। মাঠের মধ্যেই চিকিৎসা চলে। শেষমেশ মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। নামলেন সুরেশ রায়না।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৯ key status

এ বার আউট মইন

দ্বিতীয় ওভারেই আউট মইন। অ্যাডাম মিলনের বলে সৌরভ তিওয়ারির হাতে ক্যাচ দিলেন তিনি। স্বপ্নের শুরু মুম্বইয়ের।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৫ key status

আউট দু’প্লেসি

প্রথম ওভারেই ঝটকা মুম্বইয়ের। ফিরে গেলেন দু’প্লেসি। দুর্দান্ত শুরু মুম্বইয়ের।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৮ key status

শততম ম্যাচ বুমরার

মুম্বইয়ের হয়ে শততম ম্যাচ খেলতে নামছেন যশপ্রীত বুমরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement