IPL

কলকাতার কার্তিক রানা, ত্রিপাঠি, ১০ রানে সানরাইজার্সের সূর্যাস্ত ঘটিয়ে শুরু নাইটদের

জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। রানা, ত্রিপাঠির ব্যাটের পর বলে নজর কাড়লেন কামিন্স, কৃষ্ণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৮:৫৩
Share:

সানরাইজার্স হায়দরাবাদকে ফের একবার হারিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ফাইল চিত্র

শেষ ৬ বলে ২২ হায়দরাবাদের জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল। কিন্তু আন্দ্রে রাসেলের বুদ্ধিমত্তার কাছে হার মানল ডেভিড ওয়ার্নারের দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানে থেমে গেল সানরাইজার্স। ফলে ১০ রানে জিতে এ বারের আইপিএল অভিযান শুরু করল অইন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

১৯তম ওভারে প্যাট কামিন্সকে দুটো ছক্কা মারলেন আব্দুল সামাদ। ১৯ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান তুলল হায়দরাবাদ। ৬ বলে দরকার ২২ রান।

কাজে এল না মণীশ পাণ্ডের অর্ধ শতরান। এ বার বিজয় শঙ্করকে ফেরালেন আন্দ্রে রাসেল। ১৮ ওভারে ১৫০ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারাল হায়দরাবাদ।

Advertisement

প্রসিদ্ধ কৃষ্ণর বলে মহম্মদ নবি আউট। ১৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে হায়দরবাদ। জয়ের দোরগোড়ায় কলকাতা নাইট রাইডার্স।

১৫ ওভারে ৩ উইকেটে ১১৯ রান তুলল হায়দরাবাদ।

১৪ ওভারে ৩ উইকেটে ১১৩ রান তুলল হায়দরাবাদ। সানরাইজার্সকে জিততে হলে ৩৬ বলে ৭৫ রান করতে হবে।

জনি বেয়ারস্টোকে আউট করে নাইটদের খেলায় ফেরালেন প্যাট কামিন্স। ১০২ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ।

১১ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৩১ বলে ৪৬ ও মণীশ পাণ্ডে ২৫ বলে ৩১ রানে ক্রিজে আছেন।সানরাইজার্সকে জিততে হলে ৫৪ বলে ৯৯ রান করতে হবে।

১১ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৩১ বলে ৪৬ ও মণীশ পাণ্ডে ২৫ বলে ৩১ রানে ক্রিজে আছেন। সানরাইজার্সকে জিততে হলে ৫৪ বলে ৯৯ রান করতে হবে।

৯ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৩৬ ও মণীশ পাণ্ডে ২৩ রানে ক্রিজে আছেন।

৮ ওভারে ২ উইকেটে ৬০ রান তুলল হায়দরাবাদ। মণীশ পাণ্ডে ২০ ও জনি বেয়ারস্টো ৩০ রানে ক্রিজে আছেন।

৭ ওভারে ২ উইকেটে ৪৫ রান তুলল হায়দরাবাদ। মণীশ পাণ্ডে ২০ ও জনি বেয়ারস্টো ১৮ রানে ক্রিজে আছেন।

৫ ওভারে ২ উইকেটে ৩২ রান তুলল হায়দরাবাদ।

৪ ওভারে ২ উইকেটে ২০ রান তুলল হায়দরাবাদ।

ওয়ার্নারের পর ঋদ্ধিকে আউট করে শুরু থেকেই দাপট বজায় রাখছে কেকেআর। ১০ রানে ২ উইকেট হারাল হায়দরাবাদ।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ডেভিড ওয়ার্নারকে আউট করে নাইটদের প্রথম সাফল্য এনে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২ ওভারে ১ উইকেটে ১০ রান তুলল হায়দরাবাদ।

হরভজন সিংহের বলে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ফেললেন প্যাট কামিন্স। প্রথম ওভারের শেষ বলে ভাজ্জিকে কভারের উপর দিয়ে ছক্কা মারলেন ঋদ্ধিমান সাহা। ১ ওভারে ৮ রান তুলল হায়দরাবাদ।

শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে ১৬ রান নিল কেকেআর। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তুলল কলকাতা। নীতীশ রানা সর্বাধিক ৮০ রান করলেন। রাহুল ত্রিপাঠি ৫৩ ও শেষের দিকে দীনেশ কার্তিক ২২ রানে অপরাজিত থাকেন। দুই আফগান স্পিনার রশিদ খান ২৪ রানে ২ ও মহম্মদ নবি ৩২ রানে ২ উইকেট নিলেন। জয় দিয়ে আইপিএল শুরু করতে হলে হায়দরবাদকে ১৮৮ রান করতে হবে।

১৮তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে নীতীশের পর নাইট অধিনায়ক অইন মর্গ্যানকেও আউট করলেন আর এক আফগান মহম্মদ নবি।১৮ ওভারের শেষে ৫ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১৬২ রান তুলল। নাীতীশ ৮০ রানে ফিরলেন।

আন্দ্রে রাসেলকে আউট করে নাইটদের ফের ধাক্কা দিলেন রশিদ খান। ১৭ ওভারের শেষে ৩ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১৫৯ রান তুলল। নাীতীশ ৫৪ বলে ৮০ রানে ক্রিজে রয়েছেন।

১৬ ওভারের শেষে ২ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১৫২ রান তুলল। নাীতীশ ৫১ বলে ৭৯ ও আন্দ্রে রাসেল ৫ রানে ক্রিজে রয়েছেন।

টি নটরাজনের বলে রাহুল ত্রিপাঠির দারুণ ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা। ১৪৬ রানে ২ উইকেট হারাল কেকেআর।

ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে ১৯ রান নিল কেকেআর। চার মেরে অর্ধ শতরান পূরণ করলেন রাহুল। ১৫ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১৪৫ রান তুলল। নাীতীশ ৪৯ বলে ৭৭ ও রাহুল ত্রিপাঠি ২৮ বলে ৫৩ রানে ক্রিজে রয়েছেন।

১৪ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১২৬ রান তুলল। নাীতীশ ৪৭ বলে ৭২ ও রাহুল ত্রিপাঠি ২৪ বলে ৩৯ রানে ক্রিজে রয়েছেন।

১৩ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১১৪ রান তুলল। নাীতীশ ৪৪ বলে ৬৫ ও রাহুল ত্রিপাঠি ২১ বলে ৩৪ রানে ক্রিজে রয়েছেন।

১২ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ১০৫ রান তুলল। নাীতীশ ৪২ বলে ৬৪ ও রাহুল ত্রিপাঠি ১৭ বলে ২৬ রানে ক্রিজে রয়েছেন।

নীতীশের ছক্কার উপর ভর করে একশ রানের গণ্ডি টপকে গেল কেকেআর।

১১ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ৯২ রান তুলল। নাীতীশ ৪০ বলে ৫৭ ও রাহুল ত্রিপাঠি ১৩ বলে ২০ রানে ক্রিজে রয়েছেন।

ছক্কা মেরে অর্ধ শতরান পূরণ করলেন নাীতীশ রানা। ১০ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ৮৩ রান তুলল। নাীতীশ ৩৭ বলে ৫০ ও রাহুল ত্রিপাঠি ১০ বলে ১৮ রানে ক্রিজে রয়েছেন।

আইপিএলে ১০০০ রান পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠি।

৯ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ৬৯ রান তুলল। নাীতীশ রানা ৩৪ বলে ৪২ ও রাহুল ত্রিপাঠি ৭ বলে ১২ রানে ক্রিজে রয়েছেন।

৭ ওভারের শেষে ১ উইকেটে কলকাতা নাইট রাইডার্স ৫৩ রান তুলল। নাীতীশ রানা ২৯ বলে ৩৮ রানে ক্রিজে রয়েছেন।

শুভমনকে ফিরিয়ে হায়দরাবাদকে প্রথম সাফল্য এনে দিলেন রশিদ খান। ১৫ রানে ফিরলেন শুভমন।

৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্স ৫০ রান তুলল। নাীতীশ রানা ২৫ বলে ৩৬ ও শুভমন গিল ১১ বলে ১৪ রানে ক্রিজে রয়েছেন।

৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্স ৪৫ রান তুলল। নাীতীশ রানা ২১ বলে ৩১ ও শুভমন গিল ৯ বলে ১৪ রানে ক্রিজে রয়েছেন।

৪,৪,৪,১,০,১। সন্দীপ শর্মাকে পরপর তিনটি চার মারলেন নীতীশ রানা। ৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্স ৩৩ রান তুলল। নাীতীশ রানা ২৬ ও শুভমন গিল ৭ রানে ক্রিজে রয়েছেন।

৩ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্স ১৯ রান তুলল। নাীতীশ রানা ১৩ ও শুভমন গিল ৬ রানে ক্রিজে রয়েছেন।

২ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্স ১৩ রান তুলল। নাীতীশ রানা ১২ ও শুভমন গিল ১ রানে ক্রিজে রয়েছেন।

১ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্স ৪ রান তুলল। নাীতীশ রানা ৪ ও শুভমন গিল ০ রানে ক্রিজে রয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে,জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, আবদুল সামাদ,রশিদ খান,ভুবনেশ্বর কুমার,টি নটরাজন, সন্দীপ শর্মা

কলকাতা নাইট রাইডার্স: রাহুল ত্রিপাঠি, শুভমন গিল, নীতীশ রানা, শাকিব আল হাসান, অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, হরভজন সিংহ

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

নাইটদের হয়ে অভিষেক ঘটাতে পারেন আইপিএলে ১৬০ ম্যাচ খেলা হরভজন সিংহ। ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর হাতে নাইটদের 'ক্যাপ' তুলে দেওয়া হয়।

দুই দলের মধ্যে একমাত্র বাঙালি ঋদ্ধিমান সাহা। তিনি কি প্রথম থেকেই খেলবেন? নাকি উইকেটের পিছনে থাকবেন জনি বেয়ারস্টো? সেই দিকে তাকিয়ে ক্রিকেট মহল।

কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রশিদ খান ও সিদ্ধার্থ কৌল । দুই বোলার এখনও পর্যন্ত ৮টি করে উইকেট নিয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন দলের ওপেনার ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর সংগ্রহে রয়েটা৫৬৯ রান।

নাইটদের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রবিন উথাপ্পা। তাঁর সংগ্রহে রয়েছে ৪২৬ রান। যদিও বর্তমানে ২০২১ সালে তিনি খেলছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। কেকেআরের বর্তমান ক্রিকেটারদের মধ্যে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন নীতীশ রানা। এখনও পর্যন্ত হায়দরাবাদের বিরুদ্ধে ১৫২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দুই স্পিনার সুনীল নারাইন ও কুলদীপ যাদব। এই দুই স্পিনার সানরাইজার্সের বিরুদ্ধে ১০টি করে উইকেট নিয়েছেন।

গত বছর সংযুক্ত আরবে দুবারই দুই লিগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে একটি ছিল সুপার ওভারে। ২০২১ সালে চেন্নাইয়ের চিপকে অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে ডেভিড ওয়ার্নারের দল।

দুটো দল এখনও পর্যন্ত ১৯বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১২টি ম্যাচ। ৭টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement