রাহুল ত্রিপাঠি টুইটার
পরপর তিন ম্যাচ হারের পর পঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার ৫ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পর উচ্ছ্বসিত রাহুল ত্রিপাঠি। তিনি বলেন, ‘‘তিন ম্যাচ পর জয় পেয়ে দারুণ লাগছে। আমাদের জন্য এটা খুব কঠিন ম্যাচ ছিল। বোলাররা দারুণ বল করেছে। ওদের কম রানে আটকে দিয়েছে।’’
বিপক্ষ অধিনায়ক কে এল রাহুল পিচের সমালোচনা করলেও রাহুল ত্রিপাঠি বলেন, ‘‘আমরা জানতাম এই পিচে সঠিক ক্রিকেটীয় শট খেলতে পারলে এই রান তাড়া করে ফেলতে পারব।’’
ইনিংসের চতুর্থ ওভারেই রান আউট হয়ে যেতে পারতেন নাইটদের এই ব্যাটসম্যান। নিজেও ভেবেছিলেন হয়ত ডাগ আউটেই ফিরতে হবে তাঁকে। রাহুল বলেন, ‘‘আমার মনে হয়েছিল আমি আউট হয়ে গিয়েছি। বল যখন আসছিল তখন মনে হচ্ছিল আমি কিছু সেকেন্ড পিছিয়ে রয়েছি। সেই কারণে আমি কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। পরে দেখতে পাই উইকেট ভাঙার আগেই ক্রিজে পৌঁছে গিয়েছি। দারুণ আনন্দ পেয়েছিলাম।’’
সেই মুহূর্ত রান নিতে গিয়ে কোনমতে নিজের উইকেট বাঁচান রাহুল ত্রিপাঠি টুইটার
নিজের আউট হওয়া প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘আমি উইকেটে টিকে গিয়েছিলাম। অফ স্পিনারের বিরুদ্ধে বড় শট মারার সুযোগ খুঁজছিলাম। আমার বলটা আরও জোরে মারা উচিত ছিল। তা হয়নি। বাজে শট খেলে আউট হলাম। থেকে যেতে পারলে ভাল হত।’’