মহম্মদ শামিরা এ বার নতুন নামে খেলবেন। ফাইল ছবি
আইপিএল নিলামের আগেই নাম বদলে গেল দলের। প্রীতি জিন্টার মালিকানাধীন দলের নাম এতদিন পর্যন্ত ছিল কিংস ইলেভেন পঞ্জাব। বুধবার থেকে তারা পরিচিত হচ্ছে পঞ্জাব কিংস নামে। নামের পাশাপাশি নতুন লোগোও প্রকাশ করা হয়েছে।
কিছুদিন ধরেই পঞ্জাবের নাম বদলের ব্যাপারে শোনা যাচ্ছিল। এদিন তা চূড়ান্ত করা হয়। দলের সিইও সতীশ মেনন বলেছেন, “পঞ্জাব কিংস নামের মধ্যে আরও বেশি মাহাত্ম্য রয়েছে। আমাদের মনে হয়, নতুন ব্র্যান্ড তৈরির জন্য এটাই সঠিক সময়। নতুন নামে একটা স্বতন্ত্র পরিচিতি তৈরি হওয়ার পাশাপাশি একটা পরিবার হিসেবে দলকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
প্রীতি ছাড়াও যুগ্ম ভাবে এই দলের মালিক মোহিত বর্মন, নেস ওয়াদিয়া এবং করণ পল। এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি পঞ্জাব। একবার রানার্স-আপ (২০১৪) এবং একবার তৃতীয় (২০০৮) হয়েছে তারা। গত মরশুমে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করেছিল।
প্রকাশিত হল নতুন লোগো।