বারবার সুপার ওভারে হারতে হওয়ায় অখুশি উইলিয়ামসন ফাইল চিত্র
সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর হতাশ সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তাঁর মনে পড়ে যাচ্ছে ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে সুপার ওভারে হারার কথা। ১৫৯ রান তাড়া করতে নেমে ৬৬ রান করে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। ম্যাচ সুপার ওভারে গড়ালে মাত্র ৮ রানের লক্ষ্যমাত্রা সহজেই তাড়া করে ফেলে দিল্লি ক্যাপিটালস। এর আগেও ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারেই হারতে হয়েছিল উইলিয়ামসনদের।
ম্যাচের শেষে হায়দরাবাদ ব্যাটসম্যান বলেন, ‘‘আমি সুপার ওভারে হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছি। প্রথমে ব্যাট করে যথেষ্ট ভাল রান তুলেছিল দিল্লি। টাই হওয়ায় আমার মনে হয় এই ম্যাচ থেকে আমাদের অনেক ইতিবাচক দিক উঠে এসেছে। এরপর আমরা দিল্লিতে গিয়ে ভাল খেলার আশা রাখছি।’’
তিনি আরও বলেন, ‘‘এই ধরনের ম্যাচে খুব অল্প ব্যবধান থাকে। যখন ম্যাচ টাই হয় তখন আমরা খুঁজতে শুরু করি কোথায় আমরা আরও একটা রান বেশি পেতে পারতাম। তবে আমার মনে হয় এই ম্যাচটার থেকে অনেক ইতিবাচক বিষয় আমরা পেয়েছি। তা নিয়ে আরও বেশি করে ভাবা উচিত।’’
পিচের কারণেই কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তাঁদের, এমনটাই দাবি করলেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘‘আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জুটি তৈরি করেছিলাম। পিচের কারণেই আমরা জয়ের এত কাছাকাছি গিয়েও জিততে পারলাম না। জানি না দিল্লিতে পিচ কেমন হবে। প্রথম থেকে শেষ অবধি ব্যাট করতে পারায় খুশি হয়েছি। তবে জিততে পারলে আরও ভাল লাগত।’’
বুধবার দিল্লিতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন কেন উইলিয়ামসনরা।