BCCI

আইপিএলের উদ্বোধনে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিলকে আমন্ত্রণ বোর্ড সচিব জয় শাহর

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৭:০৭
Share:

জয় শাহ ফাইল চিত্র

চতুর্দশ আইপিএলের উদ্বোধনে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিলকে আমন্ত্রণ জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। কাউন্সিলের চার কর্তাকে আমন্ত্রণ জানান হয়েছে। সংস্থার তরফ থেকে বিসিসিআইকেও ধন্যবাদ জনান হয়েছে। উদ্বোধনে উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

ধন্যবাদ জানিয়ে কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘জয় শাহর কাছে আমরা কৃতজ্ঞ। বিশ্বের সবচেয়ে বড় টি২০ প্রতিযোগিতার উদ্বোধনে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। ভারতের প্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিলের জন্য এটা উৎসাহের।’’

শুক্রবার গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা। ষষ্ঠ বারের জন্য খেতাব জয়ের লড়াইয়ে নামবেন রোহিত শর্মারা। এবারের আইপিএলে কোনও দলই নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে না। কোভিডের কারণে কোনও দর্শকও খেলা দেখতে মাঠে ঢুকতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement