Kartik Tyagi

IPL 2021: ত্যাগীর ওভার ‘অন্যতম সেরা শেষ ওভার’, মুগ্ধ বর্তমান থেকে প্রাক্তন

বুমরা বলছেন, চাপের মুখে ওরকম মাথা ঠাণ্ডা রাখা বিরাট ব্যাপার। স্টেন বলছেন, অন্যতম সেরা শেষ ওভার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১১:০০
Share:

ছবি সৌজন্য আইপিএল।

সীমিত ওভারের ক্রিকেটে শেষ ওভারগুলিতে এই মুহূর্তে তাঁকে অন্যতম সেরা বলা হচ্ছে। সেই যশপ্রীত বুমরা মুগ্ধ মঙ্গলবার কার্তিক ত্যাগীর শেষ ওভারে। মুগ্ধ ডেল স্টেনও।

বুমরা ম্যাচ শেষ হওয়ার পরে টুইটারে লিখেছেন, ‘দুর্দান্ত ওভার কার্তিক ত্যাগী! ওরকম চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখা এবং দলকে জেতানো বিরাট ব্যাপার। নজর কাড়া পারফরম্যান্স।’

Advertisement

মঙ্গলবার আইপিএল-এর ম্যাচে শেষ ওভারে পঞ্জাব কিংসের জেতার জন্য দরকার ছিল ৪ রান। তাদের হাতে ছিল ৮ উইকেট। ত্যাগী শেষ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তাঁর রাজস্থান রয়্যালস ২ রানে ম্যাচ জিতে যায়।

ত্যাগীর ওভারটিকে অন্যতম সেরা শেষ ওভার বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার স্টেন। তিনি টুইট করেন, ‘পরে বল করার ক্ষেত্রে এটা সেরা শেষ ওভারের তকমা পাওয়ার কাছাকাছি থাকবে। অসাধারণ।’

Advertisement

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, তিনি পরিকল্পনা করেই শেষ ওভারটি ত্যাগীর জন্য রেখেছিলেন। তিনি বলেন, ‘‘আমরা যে জিততে পারি, সেই বিশ্বাস ছিল। সেই বিশ্বাস থেকেই শেষ দুটো ওভার মুস্তাফিজুর এবং ত্যাগীর জন্য রেখে দিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement