ইশান্ত শর্মা ছবি টুইটার
ইশান্ত শর্মাকে নিয়ে ভারতীয় দলের চিন্তা কিছুতেই যাচ্ছে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বিরাট কোহলীদের চিন্তা আরও বাড়ল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে দলে ছিলেন না ইশান্ত শর্মা। দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা গিয়েছে, চোট পাওয়ায় মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেননি ইশান্ত। তবে আশার কথা হল, চোট খুব গুরুতর নয়। কিন্তু ঝুঁকি নিতে চাননি দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।
২০২০ সালে পাঁজরে চোটের কারণে আপিএলে অংশ নিতে পারেননি ভারতের এই জোরে বোলার। শুধু আইপিএল নয়, এই চোট অস্ট্রেলিয়া সফর থেকেও তাঁকে ছিটকে দিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নিজের শততম ম্যাচ খেলেন ইশান্ত।
কাগিসো রাবাডা, আনরিখ নোখিয়া, ইশান্ত শর্মা না থাকলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাত উইকেটে জিততে অসুবিধা হয়নি ঋষভ পন্থদের।
৯০টি আইপিএল ম্যাচে ৭২ টি উইকেট পেয়েছেন ইশান্ত। তাঁর স্ট্রাইক রেট ২৬.৮১। ওভার পিছু রান দিয়েছেন ৮.০৯।