২০২০ সালের আইপিএলে প্লে অফে যেতে পারেনি দল। মাঝপথে অধিনায়ক পাল্টেও সুফল মেলেনি। তৃতীয় বারের জন্য আইপিএল ট্রফির খোঁজে থাকা কলকাতা নাইট রাইডার্সে এসেছে বেশ কিছু নতুন মুখ। বেশ কয়েক বছর পর দলে শাকিবের প্রত্যাবর্তন। এই অবস্থায় ১১ এপ্রিল এ বারের আইপিএলে নামছে মর্গ্যান বাহিনী। প্রতিপক্ষ শাকিবেরই পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ। বাকি ম্যাচ কবে, কোথায় রয়েছে নাইটদের? দেখে নিন এ বারের আইপিএলে নাইটদের পূর্ণাঙ্গ সূচি।
এ বারের আইপিএলে কলকাতা প্রথম ম্যাচ খেলতে নামবে ১১ এপ্রিল। সেই দিন শাকিবের পুরনো দল হায়দরাবাদের মুখোমুখি হবে নাইটরা।
আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বইয়ের সঙ্গে কলকাতা খেলবে ১৩ এপ্রিল।
বিরাট কোহলীর বিরুদ্ধে নাইটরা নামবেন ১৮ এপ্রিল। চেন্নাইয়ে দুপুরবেলা হবে সেই ম্যাচ।
চেন্নাইয়ের মাঠে ৩টি ম্যাচ খেলে নাইটরা চলে যাবেন মুম্বইয়ে। ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে অইন মর্গ্যানরা নামবেন সেখানেই।
২৪ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবেন নাইটরা।
আমদাবাদে চারটি ম্যাচ খেলবেন কার্তিকরা। ২৬ এপ্রিল সেখানে পঞ্জাবের বিরুদ্ধে খেলবে কলকাতা।
দিল্লির বিরুদ্ধে আমদাবাদে খেলবেন আন্দ্রে রাসেলরা।
বিরাট কোহলীদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ আমদাবাদে। ৩ মে সেখানেই খেলতে নামবেন নাইটরা।
দিল্লির সঙ্গে ফিরতি ম্যাচও হবে আমদাবাদেই। দুপুর সাড়ে ৩টে থেকে হবে সেই ম্যাচ।
নাইটরা এর পর চলে আসবেন বেঙ্গালুরুতে। এ বারের আইপিএলে সেখানেই সব চেয়ে বেশি ম্যাচ খেলবে কলকাতা। মুম্বইয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচ হবে সেখানে ১০ মে।
চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ হবে ১২ মে।
শাকিবদের সঙ্গে পঞ্জাবের ফিরতি ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ১৫ মে হবে সেই ম্যাচ।
রাজস্থানের সঙ্গে কলকাতার ফিরতি ম্যাচ ১৮ মে।
লিগের প্রথম এবং শেষ ম্যাচ কলকাতা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। ২১ মে কলকাতা লিগের শেষ ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরুতে।