Suresh Raina

ধোনিরা হারলেও রায়নায় মজেছেন হরভজন সিংহ, ইরফান পাঠান, আকাশ চোপড়ারা

গত মরসুমে চেন্নাইয়ের খারাপ ফলের কারণ সুরেশ রায়নার না থাকা, এমনটাই জানিয়েছিলেন রিকি পন্টিং। তাঁর এই মন্তব্য যে ভুল নয়, সেটা বোঝা গেল শনিবারই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২০:৪৯
Share:

সুরেশ রায়না ছবি টুইটার

ম্যাচ হারতে হলেও প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অর্ধ শতরানের প্রশংসা করলেন হরভজন সিংহ, ইরফান পাঠান, আকাশ চোপড়ারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত মরসুমে ব্যক্তিগত সমস্যার কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাননি রায়না। এ মরসুমে ফিরে এসেই দারুণ ইনিংস খেললেন তিনি।

Advertisement

টুইটারে রায়নার প্রাক্তন সতীর্থ হরভজন লেখেন, ‘সুপার রায়না কিং। দারুণ খেলেছ চিন্না থালা (রায়নাকে এই নামেই ডাকেন চেন্নাই সুপার কিংস সমর্থকরা)।’ ইরফান পাঠান লেখেন, ‘এটাই আমরা আগের মরসুমে দেখতে পাইনি।’ আকাশ চোপড়া বলেন, ‘এক থা রায়না থেকে রায়না জিন্দা হ্যায়।’

গত মরসুমে চেন্নাইয়ের খারাপ ফলের কারণ সুরেশ রায়নার না থাকা, এমনটাই জানিয়েছিলেন রিকি পন্টিং। তাঁর এই মন্তব্য যে ভুল নয়, সেটা বোঝা গেল শনিবারই। ম্যাচ জিততে না পারলেও রায়নার ছন্দে ফেরা নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে চেন্নাই সুপার কিংসকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement