বুধবার অর্ধশতরানের পথে ম্যাক্সওয়েল। ছবি আইপিএল
গত কয়েক মরশুম ধরেই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে একটা প্রশ্ন বারবার উঠছিল। তিনি দেশের হয়ে যতটা সফল, আইপিএল দলের হয়ে ততটা নন। তাঁর সাম্প্রতিক ছন্দও তার প্রমাণ দিচ্ছিল।
চিত্রটা বদলে গিয়েছে এ বারই। বিরাট কোহলীর আরসিবি-তে যোগ দেওয়ার পরেই ছন্দে ফিরেছেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেছেন। তারপরে বলেছেন, “আইপিএলের শুরুটা ভালই হয়েছে। আমার নতুন দল। এখানে আমাকে নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়েছে। অনেক বেশি স্বাধীনতা নিয়ে ব্যাট করা যায়। কারণ আমার পরেও এবি-র (ডিভিলিয়ার্স) মতো ভাল ব্যাটসম্যানরা রয়েছে। অস্ট্রেলিয়া দলে আমার ভূমিকা যে রকম, এখানেও ঠিক সেটাই।”
অধিনায়ক কোহলীর প্রশংসাও শোনা গিয়েছে ম্যাক্সওয়েলের মুখে। বলেছেন, “কোহলী প্রত্যেককেই নির্দিষ্ট কাজ দিয়ে দেয়। সেটা আমরা পালন করি। আমার পিছনে এতজন ভাল ব্যাটসম্যান থাকা একটু বিলাসিতা। তবে আমার উপরে একটু তো চাপ রয়েছেই। কারণ এটা আমার চতুর্থ আইপিএল দল। ভাল খেলতেই হবে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেটাই করার চেষ্টা করছি।”