শুক্রবার ম্যাক্সওয়েল। ছবি আইপিএল
গত বারের খেলার পর এ বার তাঁর সাড়ে ১৪ কোটি টাকা দাম নিয়ে উঠেছিল প্রশ্ন। প্রথম ম্যাচেই সমালোচকদের চুপ করিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ম্যাচেই তিনি এত জোর ছক্কা মারলেন, তা দেখে চোখ কপালে উঠল অধিনায়ক থেকে ধারাভাষ্যকারদের।
গত মরসুমে পঞ্জাবের হয়ে ১৩ ম্যাচে ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল। একটাও ছয় মারেননি। তাঁকে ‘দশ কোটির চিয়ারলিডার’ বলতেও ছাড়েননি বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তনরা। ১০৭৯ দিন পর ছয় মেরে তাই ম্যাক্সওয়েল বলে ফেললেন, কাঁধ থেকে বড় বোঝা নেমে গেল।
শুক্রবার ক্রুনাল পাণ্ড্যর ওভারে লং-অনের উপর দিয়ে এত জোরে ছক্কা মারেন ম্যাক্সওয়েল, যে বল গিয়ে পড়ে চিপক স্টেডিয়ামের ছাদে। শটের শক্তি দেখে অবাক হয়ে গিয়েছিলেন কোহলীও।
ম্যাচের পর ম্যাক্সওয়েলের কথায়, “বেশ ভাল লাগছে। গত বছর একটাও ছয় মারিনি। বিরাটকে সেটা বলেছিলাম। তাই এই ছয়ের পর মনে হচ্ছে কাঁধ থেকে একটা বোঝা নামল। ভাল শুরু করলে এবং উল্টোদিকে অধিনায়ক সমর্থন করলে কাজটা সহজ হয়ে যায়।”