IPL 2021

IPL 2021: আইপিএল-এ গলা ফাটাতে চান মাঠে বসে? দু’টি টিকা নিলেই মিলবে ছাড়পত্র

টিকা নেওয়া থাকলে রবিবার থেকে আমিরশাহিতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১১:৪১
Share:

১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। —ফাইল চিত্র

১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। প্রিয় দলের জন্য মাঠে বসে গলা ফাটাতে পারবেন না বলে মন খারাপ? কেউ চাইলে যেতেই পারেন সংযুক্ত আরব আমিরশাহি। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের হয়ে চিৎকার করার সুযোগ দিল আমিরশাহি।

টিকা নেওয়া থাকলে রবিবার থেকে আমিরশাহিতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হতে হবে। আমিরশাহি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। দু’টি টিকা নেওয়া থাকলে মাঠেও ঢুকতে পারবেন সমর্থকরা। অর্থাৎ মাঠে বসে আইপিএল দেখার বাধা রইল না। খরচ কত পড়বে?

Advertisement

ভারত থেকে দুবাই যাওয়া এবং ফেরা মিলিয়ে সব থেকে কম হলেও খরচ পড়বে ১৩ হাজার টাকা। করোনার প্রকোপ দেশে কমতেই বিদেশিদের দেশে আসতে আমন্ত্রণ জানাচ্ছে আমিরশাহি। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে যেতেই এমন সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। ইতিমধ্যেই আমিরশাহির ৯২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement