আইপিএল জয়ের হ্যাটট্রিক করতে চান রোহিতরা নিজস্ব চিত্র
আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দলগুলির মধ্যে একটি হল মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুবার আইপিএল জেতার পর এবার হ্যাটট্রিক করতে চাইছেন অধিনায়ক রোহিত শর্মা।
লসিথ মালিঙ্গা, জেমস প্যাটিনসন, মিশেল ম্যাকক্লিনাঘ্যানকে ছেড়ে দিয়ে পিযুশ পীযূষ চাওলা, জিমি নিসাম, যুধবীর সিংহ, মার্কো জ্যানসেনকে দলে নিয়েছে মুম্বই। ৯ এপ্রিল চেন্নাইয়ের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। দলে ১৭ জন দেশি ক্রিকেটার ও ৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
পিঠের অস্ত্রোপচারের পর হার্দিক পাণ্ড্যর বোলিং নিয়ে কিছুটা সমস্যা থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৯ ওভার বল করেন হার্দিক। ফলে সেই সমস্যা আর নেই বলেই ধরে নেওয়া যায়।
এক নজরে মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিককে নিয়ে নিশ্চিন্ত রোহিতরা গ্রাফিক: শৌভিক দেবনাথ