প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে দিল্লি ক্যাপিটালস নিজস্ব চিত্র
শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল। শনিবার মুম্বইতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস। এবার অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে দলে নেই। তাঁর জায়গায় অধিনায়ক ঋষভ পন্থ। ঋষভকে অনেকেই ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে চাইছেন। আইপিএলের কঠিন মঞ্চে প্রথমেই পরীক্ষার মুখে দিল্লির অধিনায়ক।
ড্যানিয়েল স্যামস, হারসল পটেল, অ্যালেক্স ক্যারি, কিমো পল, সন্দীপ লামিছানে, তুষার দেশপন্ডে, মোহিত শর্মা ও জেসন রয়কে ছেড়ে স্টিভ স্মিথ, স্যাম বিলিংস, টম কারেন, উমেশ যাদব, লুকমন মেরিওয়ালা, মণিমরন সিদ্ধার্থ, বিষ্ণু বিনোদ ও রিপল পটেলকে দলে নিয়েছে তারা।
মোট ১৬ জন দেশি ও ৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন দিল্লি দলে। ২০২০ সালে আইপিএলে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় তাদের।
এক নজরে দিল্লি ক্যাপিটালস দল গ্রাফিক: শৌভিক দেবনাথ