অইন মর্গ্যান। ছবি আইপিএল
প্রথম পর্বে সাত ম্যাচে এসেছিল মাত্র দুটি জয়। নেতৃত্ব নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। তবে দ্বিতীয় পর্বে বিরাট কোহলীর শক্তিশালী আরসিবি-কে হারিয়ে চাপমুক্ত কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান। তবে এখনই বেশি উৎফুল্ল হতে রাজি নন তিনি।
সোমবার ম্যাচের পর কেকেআর অধিনায়ক বলেছেন, “এখনও অনেক রাস্তা বাকি আমাদের। অনেক কিছু ঠিকঠাক করতে হবে। শুরুটা ভাল ভাবে হল। কিন্তু বাকি পথেও একই আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এখনও পর্যন্ত বেশির ভাগ ম্যাচেই প্রত্যাশা মতো জ্বলে উঠতে পারিনি আমরা।”
মর্গ্যান জানিয়েছেন, সোমবারের মতো পারফরম্যান্স হয়তো রোজ রোজ আসবে না। কিন্তু আত্মবিশ্বাস রাখতেই হবে। তাঁর কথায়, “আজ উইকেটে কোনও জুজু ছিল না। কিন্তু পাওয়ার প্লে-র শেষদিকে উইকেট নেওয়ার কারণেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে এসেছে। গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলীর মতো মূল্যবান উইকেট পরপর পেয়ে গিয়েছি। আমাদের দলে প্রতিভার অভাব নেই। কিন্তু মাঠে গিয়ে সেটা দেখাতে না পারলে কিছুই হবে না।”