অইন মর্গ্যান, ঋষভ পন্থ। ফাইল ছবি।
বুধবার আইপিএল কোয়ালিফায়ার ২-তে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। কী পরিকল্পনা নিয়ে অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে নামবেন ঋষভ পন্থরা, জানিয়ে দিলেন মহম্মদ কাইফ।
দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ কাইফ বলেন, ‘‘ঠিক কী করতে চাইছি আমরা, সেটা যেন আমাদের কাছে পরিষ্কার থাকে। পুরোটাই চাপ সামলানোর ব্যাপার। আমরা চাপটা কতটা সামলাতে পারব, তার উপর সব কিছু নির্ভর করছে। আইপিএল-এ সব ম্যাচই চাপের। কিন্তু এই ম্যাচটা আমাদের কাছে একটা আলাদা চ্যালেঞ্জের। চাপের মুখে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’’
লিগ তালিকায় শীর্ষে থেকে প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও দিল্লিকে শেষ দুটি ম্যাচ হারতে হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। তার আগে লিগের শেষ ম্যাচে তাদের হারতে হয়েছে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। কলকাতার বিরুদ্ধেও প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে দিল্লিকে হারতে হয় ৩ উইকেটে।
এই নিয়ে কাইফ বলেন, ‘‘আমরা এ বার ভাল খেলেছি। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে প্লে-অফে উঠেছি। শেষ দুটো ম্যাচে হারতে হয়েছে। এ বার আমাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। কেকেআর-এর বিরুদ্ধে সেটাই আমাদের করতে হবে। তার জন্য উপযুক্ত ক্রিকেটার আমাদের দলে রয়েছে। এরা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। আমাদের দলে প্রচুর অভিজ্ঞ এবং ছন্দে থাকা ক্রিকেটার রয়েছে।’’
চাপ যে কলকাতার উপরেও থাকবে, সেটা জানিয়ে কাইফ বলেন, ‘‘এর আগে কেকেআর-এর সব বোলারদের বিরুদ্ধেই আমাদের খেলা হয়ে গিয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই আমাদের সাফল্য আছে। প্রথম ম্যাচে আমরা ওদের হারিয়েছিলাম। কিন্তু আমিরশাহিতে আমাদের হারতে হয়। সেই ম্যাচেও একটা সময় পর্যন্ত ম্যাচের রাশ আমাদের হাতেই ছিল। এ বার দুই দলের উপরেই চাপ থাকবে। কারণ দুই দলই ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে।’’