India

IPL 2021: ১৯ সেপ্টেম্বর ধোনি বনাম রোহিত দিয়ে আইপিএল দ্বিতীয় পর্ব শুরু, দেখুন পুরো সূচি

করোনার বাড়বাড়ন্তের জন্য ৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক হয় আমিরশাহিতে দ্বিতীয় পর্ব হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৯:২৪
Share:

ধোনি বনাম রোহিতের লড়াই দিয়ে শুরু হতে পারে আইপিএল-এর দ্বিতীয় পর্ব। ছবি - পিটিআই

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর দ্বিতীয় পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি ঘোষণা করেছে।

Advertisement

দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্তের জন্য গত ৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর ঠিক হয়, ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে আইপিএল-এর দ্বিতীয় পর্বের ম্যাচ। শারজা, আবু ধাবি ও দুবাই, এই তিন শহরে ম্যাচগুলি হবে।

দ্বিতীয় দফায় আয়োজিত হবে ৩১টি ম্যাচ। এর মধ্যে ১৩টি ম্যাচ দুবাইতে আয়োজন করা হবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।

Advertisement

গত বছর পুরো আইপিএল-ই সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement