Delhi Capitals

আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসের সাফল্য অন্য খেলার অনুশীলন করে

দ্বিতীয় ম্যাচে ১৮ বলে ৩৬ রান করে নিজের জাত চেনালেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি এই ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৫:৪৫
Share:

ক্রিস মরিস ছবি টুইটার

আইপিএলের প্রথম ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হলেও দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ক্রিস মরিসের দাপটে জয় পেল রাজস্থান রয়্যালস। গলফ খেলাই তাঁর সাফল্যের কারণ বলে জানান মরিস। তিনি বলেন, ‘‘কয়েকজন ক্রিকেটার ব্যাট করার জন্য পয়সা পান। কয়েকজন পান বড় শট খেলার জন্য। আমি জানি আমাকে কেন এত টাকা দেওয়া হয়। সেই কারণেই আমি বেশি গলফ খেলি।’’

Advertisement

দ্বিতীয় ম্যাচে ১৮ বলে ৩৬ রান করে নিজের জাত চেনালেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি এই ক্রিকেটার। দিল্লিকে হারিয়েও প্রতিপক্ষের প্রশংসা করে মরিস বলেন, ‘‘আমার মনে হয় দিল্লি খুব ভাল খেলেছে। ডেভিডও বড় ইনিংস খেলেছে। শিশির এখানে একটা বড় ভুমিকা পালন করেছে। তবে আমাদের থেকে দিল্লি অনেকটা ভাল বল করেছে।’’

প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের ১৪৮ রানের লক্ষ্যমাত্রা রাখে দিল্লি ক্যাপিটালস। ৯.২ ওভারেই পাঁচ উইকেট খুইয়ে বসে রাজস্থান। তাঁদের সংগৃহীত রান তখন মাত্র ৪২। ডেভিড মিলার ৪৩ বলে ৬২ রান করলেও ম্যাচ শেষ করতে পারেননি। জয়দেব উনাদকটকে সঙ্গে নিয়ে ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে আনেন মরিস।

Advertisement

দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার কাগিসো রাবাডার ওভারে ১৫ রান নেওয়ার পাশাপাশি শেষ ওভারে বল করতে আসা টম কারেনকে মেরে ১৪ রান তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই অল রাউন্ডার। শেষ দুই ওভারে আসে মোট ২৯ রান।

প্রথম ম্যাচে হারের পর এই সাফল্য পেয়ে বেশ খুশি মরিস। তিনি বলেন, ‘‘আমার মনে হয় শেষ ম্যাচে আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। এই ম্যাচের পর আমাদের মধ্যে বিশ্বাস জন্মেছে, যে কোনও জায়গা থেকে আমরা জিততে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement