IPL 2020

যোগ্য দল হিসাবেই জিতেছে মুম্বই, বলছেন হতাশ অশ্বিন

ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের​ পারফরম্যান্সও উল্লেখযোগ্য কিছু ছিল না। তাঁর ৪ ওভারে ওঠে ২৮ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৬:২১
Share:

আইপিএল ফাইনালে ছন্দে ছিলেন না অশ্বিনও। ছবি: আইপিএল।

রাতটাই আমাদের ছিল না! আইপিএল ফাইনালের পর বললেন হতাশ দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হারের পর টুইটারে একইসঙ্গে রোহিত শর্মার দলকে অভিনন্দনও জানিয়েছেন অফস্পিনার। লিখেছেন, ‘ওয়েল ডান মুম্বই। যোগ্য দল হিসেবেই তোমরা চ্যাম্পিয়ন। পুরো টুর্নামেন্ট জুড়েই তোমরা দুর্ধর্ষ খেলেছো’। পাশাপাশি, কোভিড অতিমারির সময় আইপিএল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের​ পারফরম্যান্সও উল্লেখযোগ্য কিছু ছিল না। মুম্বইয়ের ইনিংসের প্রথম ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কিন্তু, দলকে উইকেট দিতে পারেননি তিনি। তাঁর ৪ ওভারে ওঠে ২৮ রান। তবে ফাইনাল বাদ দিলে আইপিএলে অশ্বিন সামগ্রিক ভাবে খারাপ বল করেননি। ৩০ গড়ে তিনি ১৩ উইকেট নিয়েছেন ১৫ ম্যাচে। বিপক্ষ ইনিংসে আঘাত হানার জন্য তাঁর উপরই ভরসা রেখেছিল দিল্লি।

Advertisement

আরও পড়ুন: সফল আইপিএল সংগঠন নিয়ে অভিনন্দন বার্তায় সৌরভকেই রাখলেন না রবি শাস্ত্রী!​

আরও পড়ুন: ‘নিঃসন্দেহে জাতীয় দলের অধিনায়ক হওয়া উচিত রোহিতের’​

তবে মুম্বইয়ের বিরুদ্ধে গোটা টুর্নামেন্টে এক বারও সুবিধা করতে পারেনি দিল্লি। মোট ৪ বার সাক্ষাতের প্রতিটিতেই হেরেছেন অশ্বিনরা। আর সেই কারণেই মুম্বইকে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন বলে মেনে নিয়েছেন অভিজ্ঞ স্পিনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement